ফাইনালে একহালি গোল দিয়ে চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা

একহালি গোল দিয়ে চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা
দারুণ সময় কাটাচ্ছে আর্জেন্টিনা ফুটবল। ২০২২ বিশ্বকাপের শিরোপা জয়ের পর যেন বদলে গেছে দেশটির সাফল্যের খেরোখাতা। একের পর এক শিরোপা উঠছে তাদের শোকেজে। এবার কনমেবল সাব-২০ ফুটসাল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে মেসির দেশের ফুটসালরা।
পেরুতে অনুষ্ঠিত কনমেবল সাব-২০ ফুটসাল টুর্নামেন্টের সেমিফাইনালে ব্রাজিলকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছিল আর্জেন্টিনা। সেই আর্জেন্টিনাই এবার হয়েছে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। সোমববার (২৫ নভেম্বর) ভোরে লিমার ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারের ফাইনালে কলম্বিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের শিরোপা জিতেছে আর্জেন্টিনা।
এর আগে ২০১৬ সালে প্রথমবার এই ফুটসাল টুর্নামেন্টের শিরোপা জিতেছিল। আজকের জয়ের পর এবার দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল আর্জেন্টিনা।
এখন পর্যন্ত দশ মৌসুম পার করেছে ফুটসালের এই টুর্নামেন্ট। ১০ দলের এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ২ বার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। আর বাকি ৮ বারই এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। আর সেই সেলেসাওদের ফাইনালের রেসেই কুপোকাত করে দেয় আর্জেন্টিনা।
আজ টুর্নামেন্টের ফাইনালে ম্যাচের প্রথমার্ধেই ৩-২ গোলে এগিয়েছিল আর্জেন্টিনা। এরপর দ্বিতীয়ার্ধে আরও এক গোল করে জয় নিশ্চিত করে তারা। যেখানে আকাশী-নীলদের হয়ে গোলগুলো করেন সোনের, আলভারেজ, গ্রানাডা ও সিলগুয়েরো। কলম্বিয়ার হয়ে জোড়া গোল পেয়েছেন লিলে।
এর আগে গ্রুপ পর্বের খেলায় দুই জয় এবং দুই ড্র নিয়ে রানার্সআপ হয়েছিল আর্জেন্টিনা। এরপর টুর্নামেন্টের নকআউট পর্বে তারা মুখোমুখি হয় নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। সেই ব্রাজিলকে হারিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা জয়ের কাছে পৌঁছে গিয়েছিল আর্জেন্টিনা। পরবর্তীতে এবার কলম্বিয়াকে কোন সুযোগ না দিয়ে চ্যাম্পিয়ন হলো তারা।
বিভি/এজেড
মন্তব্য করুন: