• NEWS PORTAL

  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

প্রকাশিত: ০৮:১৯, ২৬ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

চ্যাম্পিয়ন্স লিগের লোগো ও থিম।

টিভিতে আজ খেলার জমজমাট সব ম্যাচ রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ক্লাব ফুটবলের জোয়ারের রাত আসবে আজ। চ্যাম্পিয়ন্স লিগে এক রাতেই নয়টি ম্যাচ মাঠে গড়াবে। আলাদা আলাদা মাঠে খেলবে বার্সেলোনা ও ম্যাসিটির মতো টিম। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্টের শেষ দিন আজ।

চলুন এক নজরে দেখে নিই আজকের খেলার সূচি

ক্রিকেট 
ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ  
প্রথম টেস্ট, পঞ্চম দিন
ম্যাচ শুরু রাত ৮টা 
সরাসরি দেখাবে টি-স্পোর্টস, নাগরিক টিভি ও টফি 

জিম্বাবুয়ে বনাম পাকিস্তান 
দ্বিতীয় ওয়ানডে
ম্যাচ শুরু বেলা ১টা ৩০ 
সরাসরি দেখাবে পিটিভি স্পোর্টস 

ফুটবল 
এফসি চ্যাম্পিয়নস ট্রফি 
ভিসেল কোবে বনাম সেন্টার কোস্ট মেরিনার্স 
ম্যাচ শুরু বিকাল ৪টা 
আল সাদ বনাম আল হিলাল 
ম্যাচ শুরু রাত ১০টা
ম্যাচ দুটি সরাসরি দেখাবে স্পোর্টস ১৮ থ্রি
 
উয়েফা চ্যাম্পিয়নস লিগ 
অ্যাতলেটিকো মাদ্রিদ বনাম স্পার্টা প্রাহা 
ম্যাচ শুরু রাত ১১.৪৫টা
সরাসরি দেখাবে সনি টেন ৫ 

স্লোভান বনাম এসি মিলান 
ম্যাচ শুরু রাত ১১.৪৫টা
সরাসরি দেখাবে সনি টেন ২ 

ম্যানসিটি বনাম ফেইনুর্ড 
ম্যাচ শুরু রাত ২টা 
সরাসরি দেখাবে সনি টেন ১

বায়ার্ন বনাম পিএসজি 
ম্যাচ শুরু রাত ২টা 
সরাসরি দেখাবে সনি টেন ৩
 
বার্সেলোনা বনাম ব্রিস্ট
ম্যাচ শুরু রাত ২টা 
সরাসরি দেখাবে সনি টেন ২ 

স্পোটিং সিপি বনাম আর্সেনাল
ম্যাচ শুরু রাত ২টা 
সরাসরি দেখাবে সনি টেন ৫

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2