ইংলিশ প্রিমিয়ার ফুটবল
ক্রিস্টাল প্যালেস রুখে দিলো ম্যানচেস্টার সিটিকে
ছবি: সংগৃহিত
এবার ক্রিস্টাল প্যালেস রুখে দিলো ম্যানচেস্টার সিটিকে। শনিবার (৭ ডিসেম্বর) প্রতিপক্ষের মাঠে দু'দুবার পিছিয়ে পড়ে ২-২ সমতায় খেলা শেষে করে গত চারবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ম্যানচেস্টার ইউনাইটেড ঘরের মাঠে নটিংহাম ফরেস্টের বিপক্ষে সমতায় ফিরে ৩-২ গোলে হেরেছে।
ঘরের মাঠে প্যালেস চতুর্থ মিনিটেই বল পাঠায় সিটির জালে। কোনাকুনি শটে স্তেফান ওর্তেগাকে পরাস্ত করেন ড্যানিয়েল মুনোজ। ৩০ মিনিটে আর্লিং হালান্ড সমতায় ফেরান সিটিজেনদের। ৫৬ মিনিটে ফের এগিয়ে যায় নটিংহাম। গোলদাতা ম্যাক্সেন্স ল্যাক্রোইক্স। হারের শঙ্কায় পড়া সিটিকে ৬৮ মিনিটে সমতায় ফেরান রিকো লুইস। এই তরুণ ইংলিশ মিডফিল্ডার ৮৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে হতাশার ড্র'য়েই খেলা শেষ করে পেপ গার্দিওলার দল।
১৫ খেলায় ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই থাকলো গত চারবারের লিগ চ্যাম্পিয়নরা। ১৪ ম্যাচে লিভারপুল ৩৫ পয়েন্ট এবং চেলসি ও আর্সেনাল সমান ২৮ পয়েন্ট শীর্ষ তিনে। ম্যানইউ এদিন নতুন কোচ রুবেন আমোরিমের অধীনে দ্বিতীয় হারের স্বাদ নিয়েছে।
ওল্ড ট্রাফোর্ডে নটিংহাম ৩-২ গোলে হারায় তাদের। ১৮ মিনিটে রাসমুস হয়লুন গোল শোধ দেওয়ার পর ৩-১'এ এগিয়ে যায় অতিথি দল। ৬১ মিনিটে ব্রুনো ফের্নান্দেস ব্যবধান কমান। ১৫ খেলায় পাঁচ জয়, চার ড্র ও ছয় হারে ১৯ পয়েন্ট নিয়ে ১৩-তে নেমেছে ম্যানইউ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: