• NEWS PORTAL

  • সোমবার, ২০ জানুয়ারি ২০২৫

রোনালদোর আল নাসরের কাছে হারলো আল ওখদুদ

প্রকাশিত: ১২:২১, ১০ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
রোনালদোর আল নাসরের কাছে হারলো আল ওখদুদ

আল নাসরের পারফরমেন্স আহামরি না হলেও সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদো গোলের মধ্যেই আছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) গোলেই নতুন বছর শুরু করেছেন ৩৯ বছরের পর্তুগিজ তারকা। সঙ্গে সাদিও মানের জোড়া গোলে আল নাসর ৩-১ ব্যবধানে হারায় আল ওখদুদকে। 

রিয়াদের আল-আওয়াল পার্কে এদিন আলওখদুদের বিপক্ষে ম্যাচের শুরুটা ভালো হয়নি আল নাসরের। ষষ্ঠ মিনিটে আচমকাই গোল খেয়ে বসে রোনালদোর দল। আল-ওখদুদের গোলদাতা স্যাভিয়র গাডউইন। পাল্টা জবাব দিতে ২৯ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয় আল নাসরকে। সতীর্থের হেড প্রতিহত হওয়ার পর ফিরতি প্রচেষ্টায় সমতা টানেন সাদিও মানে। ৪২ মিনিটে পেনাল্টি থেকে আল নাসরকে এগিয়ে নেন রোনালদো। এই গোলেও জড়িয়ে মানের নাম। ডি-বক্সে ফাউলের শিকার হয়েছিলেন সেনেগালের ফরোয়ার্ড। 

লিগে টানা চার ম্যাচে গোল করলেন ৩৯ বছরের রোনালদো। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে রেকর্ড গোলদাতার ক্যারিয়ারে গোল হলো ৯১৭টি। চাপ ধরে রেখে নির্ধারিত সময়ের দুই মিনিট আগে তৃতীয় গোল পায় আল নাসর। হেডে লক্ষ্যভেদ মানের। চলতি লিগে গোল হলো তার পাঁচটি। এই জয়ে আল নাসর ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠলো। ১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ। সমান ম্যাচে দুই পয়েন্ট কম নিয়ে দুইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আল-হিলাল।
 

বিভি/এসজি

মন্তব্য করুন: