• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

জুমার পরই শুরু হচ্ছে বিপিএল, অনলাইনে ম্যাচ দেখবেন যেভাবে

প্রকাশিত: ১২:৪০, ২৬ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জুমার পরই শুরু হচ্ছে বিপিএল, অনলাইনে ম্যাচ দেখবেন যেভাবে

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। প্রতিবার ঢাকা পর্ব দিয়ে শুরু হলেও এবার সিলেট পর্ব দিয়ে মাঠে গড়াবে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।

গত আসরে শিরোপা জিতেছিল ফরচুন বরিশাল, এবার নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় দর্শকরা। তবে এবারের আসরে নেই গতবারের শিরোপাধারীরা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) উদ্বোধনী ম্যাচে দুপুর ৩টায় মাঠে নামবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়ার্স। বিপিএল শুরুর আগে দর্শকদের বেশকিছু তথ্য জেনে নেওয়া দরকার।

উদ্বোধনী অনুষ্ঠান
গত ২৪ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বড় পরিসরে জমকালো আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। নিরাপত্তা শঙ্কায় সেটা অবশ্য হয়ে উঠেনি। এক প্রকার বাধ্য হয়েই অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।

এবার সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করেছে বিসিবি। জমকালো আয়োজনে করতে না পারলেও বিপিএলের উদ্বোধনী দিনেই ছোট পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান করবে বিপিএল গভর্নিং কাউন্সিল।

প্রথম অংশে শহীদ শরীফ ওসমান হাদির স্মারণে এক মিনিট নীরবতা পালন করা হবে। এরপর সমন্বিত সুরে গাওয়া হবে বাংলাদেশের জাতীয় সংগীত। থাকছে কোরআন তিলওয়াতও। এরপর বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করবেন আমিনুল ইসলাম বুলবুল।

এরপর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পোড়ানো হবে ‘ডে লাইট ফায়ার ওয়ার্ক’ বা আতশ বাজি। বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে এবারই প্রথম ‘ডে লাইট ফায়ারওয়ার্কস’ হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় ভাগ হবে উদ্বোধনী ম্যাচ শেষে। যেখানে নাচ ও গানের আয়োজন থাকছে। বিপিএলে অংশ নিতে যাওয়া ছয় ফ্র্যাঞ্চাইজির জার্সি পড়ে শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। এখানে দেখা যাবে অভিনেত্রী তানজিন তিশাকে। নাচের সঙ্গে গানও শোনার সুযোগ পাবেন দর্শকরা। ফুয়াদ আল মুকতাদিরের কোরিওয়াগ্রাফিতে হবে গানের অনুষ্ঠান। ৪৫ মিনিটের সেই অনুষ্ঠান শেষে মাঠে গড়াবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ।

আম্পায়ারের দায়িত্বে থাকবেন যারা
বিপিএলে আম্পায়ারের দায়িত্বে থাকবেন মোট ১০ জন। যার মধ্যে ৮ জন দেশি ও ২ জন বিদেশি আম্পায়ার থাকছেন। দেশি আম্পায়ার হিসেবে নাম ঘোষণা করা হয়েছে শরফউদ্দৌলা, ইবনে শহীদ সৈকত, মাসুদুর রহমান মুকুল, ও তানভীর আহমেদসহ অন্যদের। বিদেশি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ ইয়াকুব ও রুচিরা পল্লীগুরুরুগে। 

এছাড়াও ম্যাচ রেফারি হিসেবে থাকবেন চারজন। তাদের মধ্যে সাইমন টোফেল প্রধান ম্যাচ রেফারি, বাকি তিনজন হলেন আক্তার আহমেদ শিপার, নিয়ামুর রশিদ রাহুল ও সেলিম সাহেদ।

খেলা দেখবেন যেখাবে
এবারের বিপিএলের ম্যাচগুলো বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। দুই টেলিভিশন ছাড়াও বিপিএলের ম্যাচগুলো অনলাইনেও দেখা যাবে। বাংলাদেশের নাগরিকরা ট্যাপমেড ও আকাশগোতে বিপিএলের ম্যাচগুলো সরাসরি দেখতে পারবে।

বাংলাদেশ ছাড়াও বিশ্বের বেশকয়েক দেশে দেখানো হবে বিপিএলের খেলা। সেই তালিকায় রয়েছে- পাকিস্তানের এ স্পোর্টস , ভারতের ফানকোড, শ্রীলঙ্কার পিও টিভি, নেপালের দিশহোম, যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোর উইলো।

ডিজিটাল মাধ্যমেগুলোর তালিকায় আছে মাইকো, তামাশা, ট্যাপমেড অ্যাপ পাকিস্তান, উইলো ডিআরএম ও টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেল।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2