• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ফেসবুকে বার্তা দিয়ে বাংলাদেশ ছাড়লেন দুর্বার রাজশাহীর তারকা ক্রিকেটার

প্রকাশিত: ২০:৩৩, ৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:৩৬, ৩ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
ফেসবুকে বার্তা দিয়ে বাংলাদেশ ছাড়লেন দুর্বার রাজশাহীর তারকা ক্রিকেটার

রায়ান বার্ল

এবারের বিপিএলে দুর্বার রাজশাহী নানা কর্মকাণ্ড দিয়ে ছিল আলোচনার তুঙ্গে। এ ফ্রেঞ্চাইজির হয়ে খেলা জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল তিক্ত অভিজ্ঞতা নিয়েই বাংলাদেশ ছেড়েছেন। বিপিএলে নেহাৎ মন্দ করেননি তিনি। ব্যাটে-বলে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং রাজশাহীকে প্লে-অফের দোরগোড়ায় পৌঁছে দিতে সহায়তা করেছিলেন।

তবে মাঠের বাইরের নানা সমস্যায় ভুগতে হয়েছে তাকেও। দলের অন্যান্য খেলোয়াড়দের মতো তাকেও অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়েছে। বিশেষ করে, আসরের শেষ দিকে তার দেশে ফেরা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে শেষ পর্যন্ত দেশের একাধিক গণমাধ্যমে খবর প্রকাশের পর ইথিওপিয়ান এয়ারওয়েজের এক ফ্লাইটে তিনি দেশে ফিরে গেছেন।

বিদায়ের মুহূর্তে নিজের অফিসিয়াল ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন রায়ান বার্ল লেখেন, ‘নিশ্চিতভাবেই এই ভ্রমণটি ভোলার মতো নয়। বাংলাদেশে বিগত ৫ সপ্তাহ ধরে সমর্থন জুগিয়ে যাওয়ায় সকল ভক্ত আর বন্ধুদের আমি ধন্যবাদ জানাই।’

চলতি বিপিএল আসরে দুর্বার রাজশাহীর হয়ে ১০ ইনিংসে ব্যাট করে ১টি অর্ধশতকের সাহায্যে ২৯৩ রান সংগ্রহ করেছেন বার্ল। পাশাপাশি বল হাতে ৭টি উইকেট নিয়েছেন। যদিও এক ম্যাচে বেতন ইস্যুতে ম্যাচ বর্জন করেছিলেন, তবে পুরো টুর্নামেন্টেই দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ছিলেন তিনি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2