ইন্তের দে লিমেইরার সমর্থকদের ‘দুয়োর’ জবাব গোলে দিলেন নেইমার

ম্যাচের শুরু থেকেই নেইমারকে উত্যক্ত করতে ‘দুয়ো’ দিচ্ছিলো স্বাগতিক ইন্তের দে লিমেইরার সমর্থকরা। তাতে যেনো আরও তেতে গেলেন ব্রাজিলিয়ান তারকা। জবাবে করলেন ক্যারিয়ারে প্রথম ‘অলিম্পিকো’ গোল। সঙ্গে আরও দুই অ্যাসিস্টে সান্তোসকে দিলেন জয়ের আনন্দ।
পাউলিস্তা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সময় সোমবার (২৪ ফেব্রুয়ারি) সান্তোসের কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচ খেলতে নেমেই স্বাগতিক ইন্তের দে লিমেইরার সমর্থকদের ‘দুয়োর’ মুখে পড়েন নেইমার। ম্যাচের নবম মিনিটে একটি কর্ণার নিতে যান বার্সেলোনা ও পিএসজির এই সাবেক ফরোয়ার্ড। তখন উত্যক্ত করতে থাকা দর্শকদের আরও জোরে ‘দুয়ো’ দেওয়ার ইশারা করেন নেইমার। ওই কর্ণার থেকেই এগিয়ে যায় সান্তোস।
২৭ মিনিটে নেইমার ‘অলিম্পিকো’ গোল করে ‘দুয়োর’ জবাব দেন। তার ডান পায়ে নেওয়া কর্নার শটে বল বাঁক খেয়ে সবাইকে ফাঁকি দিয়ে দূরের পোস্টে লেগে জালে জড়ায়। এই অর্ধেই সান্তোস নেইমারের অ্যাসিস্টে তৃতীয় গোল করে ৩-০'তে ম্যাচ জিতে নেয়।
সৌদি আরবের আল হিলাল ছেড়ে জানুয়ারিতে শৈশবের ক্লাবটিতে যোগ দেওয়ার পর গত সপ্তাহে এই টুর্নামেন্টেই সান্তোসের হয়ে প্রথম গোলের দেখা পেয়েছিলেন ৩৩ বছরের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ম্যাচের পর টিএনটি স্পোর্টসকে জানানো প্রতিক্রিয়ায় দর্শকদের বিরূপ আচরণের প্রসঙ্গ তোলেন নেইমার। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ফুটবল খেলাই তার কাছে সবচেয়ে আনন্দের।
বিভি/এসজি
মন্তব্য করুন: