বাঁচা মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান
 
								
													চ্যাম্পিয়ন্স ট্রফির মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক শহীদি। দুই দলই মাঠে নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে।
চ্যাম্পিয়ন্স ট্রফির দুইবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সবশেষ ২০০৯ সালে শিরোপা ঘরে তুলেছে। ১৫ বছরের শিরোপার অবসান এবার চায় স্মিথের দল। কামিন্স, হ্যাজেলউড, স্টার্ককে ছাড়া খেলছে অস্ট্রেলিয়া। তাদের শূন্যতা পূরণে ভূমিকা রাখতে হবে ব্যাটসম্যানদের।
সবশেষ টি-২০ বিশ্বকাপে কিংসটাউনে আফগানদের কাছে অজিরা হারলেও, এখন পর্যন্ত চার ওয়ানডের সবকটিতেই অস্ট্রেলিয়ার কাছে হেরেছে আফগানিস্তান।
অস্ট্রেলিয়া একাদশ
ম্যাথিউ শর্ট, ট্র্যাভিস হেড, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মারনাস লাবুশেন, জোশ ইংলিশ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডারশুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসন।
আফগানিস্তান একাদশ
রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আটাল, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, নুর আহমদ ও ফজলহক ফারুকী।
বিভি/এসজি
 
						





 
							
							 
						 
 
										 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							
 
											 
											 
											 
											
মন্তব্য করুন: