• NEWS PORTAL

  • শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

বাফুফের ওপর দেওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা

প্রকাশিত: ০৯:৩৭, ৮ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
বাফুফের ওপর দেওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। শুক্রবার (৭ মার্চ) এক বিবৃতিতে ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানিয়েছে বাফুফে।

বিবৃতিতে বলা হয়েছে, আর্থিক বিষয়ে স্বচ্ছতার কারণে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। ২০১৮ সাল থেকে ফিফা'র আর্থিক নিষেধাজ্ঞায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও বর্তমান কমিটির নেতৃত্বে বাফুফের ক্রয়, বিক্রয় ও আর্থিক লেনদেনের স্বচ্ছতার ভিত্তিতে ফিফা সম্পূর্ণরূপে সেই আর্থিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

উল্লেখ্য যে, ২০১৮ সালে দুর্নীতি, অর্থনৈতিক খাতে অনিয়ম ও ক্রয় বিক্রয়ে অস্বচ্ছতার অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপর নিষেধাজ্ঞা জারি করে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। যার ফলে সাধারণ নিয়মের বাইরে গিয়ে বিশেষ পর্যবেক্ষণের মাধ্যমে ধাপে ধাপে বেশি কিস্তিতে অর্থ ছাড় করত সংস্থাটি। ফিফার অর্থ ব্যবহারের নির্দেশনা সঠিকভাবে না মানায় এই বাড়তি নিয়ম আরোপ করা হয়েছিল। আর্থিক অনিয়মের অভিযোগে ২০২৩ সালে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে আজীবনের জন্য নিষিদ্ধ করে ফিফা। অবশেষে মিললো সুখবর।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2