সৌদি প্রো লিগে টিকে থাকলো সিআর৭ এর আল নাসর
আল খলুদকে হারিয়ে সৌদি প্রো লিগে শিরোপা রেসে টিকে থাকলো আল নাসর। ৩-১ এ জয় পায় ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।
লিগ শিরোপার প্রত্যাশায় আল ইত্তিহাদ ও আল হিলালের সাথে লড়াই করতে হচ্ছে আল নাসরকে। পয়েন্টের ব্যবধান কমিয়ে আনতে প্রতিটা ম্যাচেই জয় গুরুত্বপুর্ণ দলটির জন্য। আল খলুদের বিপক্ষে ম্যাচের ৪ মিনিটেই আল নাসরকে এগিয়ে দেন সি আর সেভেন। জন দুরানের শট আল খলুদ গোলরক্ষক প্রতিহত করেও জাল রক্ষা করতে পারেননি। ফিরতি বলে দারুন প্লেসিংয়ে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এটি ক্যারিয়ারে ৯২৮ নম্বর গোল। দারুন ফর্মে থাকা এই পর্তুগীজ তারকা এগিয়ে যাচ্ছেন এক হাজার গোলের মাইল ফলকের দিকে।
লিড নিয়ে প্রতিপক্ষের সীমানায় আক্রমণের ধার বাড়ায় আল নাসর। ২৬ মিনিটে সাদিও মানে লিড ডাবল করেন। এরপর জন দুরানও নাম লেখান স্কোরশিটে। ব্যাকফুটে চলে যায় আল খলুদ। বিরতির পর ডিফেন্সের ভুলে আত্মঘাতী গোল খায় আল নাসর। জ্যাকসন মুলেকার শট ডিফেন্ডার আলি লাজামির পায়ে লেগে জড়ায় জালে। ব্যবধান হয় ৩-১। এই জয় আল নাসরকে শিরোপার দৌড়ে রাখলেও তারা আছে তৃতীয় স্থানে। ২৫ খেলায় ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আল ইত্তিহাদের থেকে দশ পয়েন্ট পিছনে আল নাসর। ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল হিলাল।
বিভি/এসজি




মন্তব্য করুন: