দেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী
ছবি: বাংলাদেশে এসেই ফুলেল শুভেচ্ছা পেলেন হামজা চৌধুরী
অবশেষে শেষ হলো অপেক্ষার প্রহর। দেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী। কয়েক হাজার মাইল দূর থেকে তার আগমনী বার্তা শোনার পর থেকেই দেশের কোটি ফুটবল ভক্ত অপেক্ষার প্রহর গুনছিলো।
সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হামজাকে বহনকারী বিমানটি।
ইমিগ্রেশন সম্পন্ন করার পরপরই হামজাকে বরণ করে নেবেন বাফুফে কর্তারা। হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী তাদের সাথে রয়েছেন। এরপর, বিমানবন্দর থেকে ছাদখোলা জিপে হামজাকে নেওয়া হবে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে তার নিজ গ্রামে।
হামজা দেওয়ান চৌধুরী এই মুহূর্তে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত নাম। কিছুদিন আগেই বাংলাদেশের জার্সিতে খেলা নিশ্চিত হয়েছে ইংলিশ ফুটবলের এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। অবশেষে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচেই লাল-সবুজের জার্সিতে হামজাকে প্রথমবার দেখার অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা।
উল্লেখ্য, বাংলাদেশের ফুটবলে এর আগেও বড় তারকা এসেছেন বিদেশ থেকে। জামাল ভূঁইয়াকে দিয়ে যে যাত্রার শুরু, তার সর্বশেষ সংস্করণ হামজা। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে খেলা হামজা বর্তমানে ধারে খেলছেন চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে।
বিভি/এআই




মন্তব্য করুন: