• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মেসিকে ছাড়াই জয় ছিনিয়ে নিলো আর্জেন্টিনা 

প্রকাশিত: ১১:১৮, ২২ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
মেসিকে ছাড়াই জয় ছিনিয়ে নিলো আর্জেন্টিনা 

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ধরা-ছোঁয়ার বাইরে আর্জেন্টিনা। মেসিকে ছাড়াই এবার প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফিরলো বিশ্ব চ্যাম্পিয়নরা। অ্যাওয়ে ম্যাচে আলবিসেলেস্তেরা ১-০ গোলে হারিয়েছে উরুগুয়েকে। 

বিশ্বকাপ বাছাই পর্বের এই উইন্ডোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ লাতিন আমেরিকার দুই পরাশক্তি উরুগুয়ে ও ব্রাজিল। দুটি ম্যাচেই বিশ্ব চ্যাম্পিয়ন দলে নেই বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। ১৩তম রাউন্ডে উরুগুয়েকে আর্জেন্টিনা মোকাবেলা করেছে তাদেরই মাঠে। 

ম্যাচের শুরুতে কিছুটা এলোমেলো দুই দল। স্কিলের চাইতে পাওয়ার ফুটবলের প্রদর্শনী বেশি। বল দখলের লড়াইয়ে কিছুটা এগিয়ে উরুগুয়ে। ম্যাচের ৫৫ শতাংশ সময় বল ছিলো স্বাগতিকদের দখলে। তবে পরিকল্পিত আক্রমণে এগিয়ে আর্জেন্টিনা। ম্যাচে প্রতিপক্ষের গোলবার লক্ষ্য করে চারটি শট আর্জেন্টিনার। উরুগুয়ে অন টার্গেটে বল রাখতে পেরেছে দুইবার। তবে এমি মার্তিনেজের দৃঢ়তায় নিশ্চিত গোল বঞ্চিত হয়েছে উরুগুয়ে। 

ম্যাচের ৬৮ মিনিটে ব্যবধান গড়ে দেন আলমাদা। আলভারেজের পাসে বল জড়ান উরুগুয়ের জালে। ম্যাচের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজ। তবে জয় পেতে সমস্যা হয়নি আর্জেন্টিনার। 

১৩ রাউন্ড শেষে ২৮ পয়েন্ট আকাশি-সাদাদের। দ্বিতীয়স্থানে থাকা ইকুয়েডরের চাইতে ৬ পয়েন্টের ব্যবধানে এগিয়ে তারা। এই অঞ্চল থেক সবার আগে বিশ্বকাপের টিকিট পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।      

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2