• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সুপার লিগে শীর্ষস্থান দখলের লড়াইয়ে আবাহনী-মোহামেডান

প্রকাশিত: ১২:৪২, ১২ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
সুপার লিগে শীর্ষস্থান দখলের লড়াইয়ে আবাহনী-মোহামেডান

মিরপুরে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। টস হেরে ব্যাটিংয়ে নেমে শেষ খবর পর্যন্ত মোহামেডানের সংগ্রহ ৫ উইকেটে ২৩৪ রান।

শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে বল হাতে তুলে নেন আবাহনী অধিনায়ক। ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমনাত্মক মোহামেডান। দলের ৩৩ রানে নাহিদ রানার শিকার হয়ে সাঁজঘরে ফিরেছেন ওপেনার রনি তালুকদার। তবে, থামেনি মোহামেডানের রানের চাকা। পাওয়ার প্লের ১০ ওভারে ৮০ রান তোলে সাদা-কালোরা। সেঞ্চুরি তুলে নিয়েছেন আনিসুল ইসলাম।

অনেকদিন পর ঢাকা লিগে জমজমাট লড়াই হচ্ছে আবাহনী ও মোহামেডানের মধ্যে। আগের ১০ খেলায় ৯টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে এককভাবে সবার ওপরে আবাহনী। আর, সমান ম্যাচে ২ পরাজয় ও ৮ জয়ে ১৬ পয়েন্ট পাওয়া মোহামেডান আছে দ্বিতীয় স্থানে।

শীর্ষস্থান নিয়ে সুপার লিগে ওঠার হাতছানি দুই দলের সামনে। আবাহনী জিতলে তাদের অবস্থান আরও মজবুত হবে। তখন দ্বিতীয়স্থানে থাকা মোহামেডানের চাইতে ৪ পয়েন্টে এগিয়ে সুপার লিগে উঠবে  আকাশি-হলুদরা। অন্যদিকে মোহামেডান জয় পেলে দুই দলই পয়েন্ট নিয়ে সেরা ছয়ে খেলবে।  

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2