• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়  

প্রকাশিত: ১২:২৭, ১৪ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়  

রিতু মনি ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অসাধারন ব্যাটিং দৃঢ়তায় নারী বিশ্বকাপ বাছাইয়ে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ। দুই উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ডকে। এটি টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় টাইগ্রেসদের। লাহোরে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৩৫ রান তোলে আইরিশরা। জবাবে ৮ উইকেটে ২৪০ রান করে জ্যোতির দল। 

টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ রানে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। প্রাথমিক ধাক্কা সামলে অধিনায়ক গ্যাবি লুইস ও অ্যামি হান্টারের ব্যাটিংয়ে স্কোর এগিয়ে যায় তাদের। হান্টার ৩৩, ওরলা প্রেন্ডারগাস্ট ৪১ করেন। লরা ডিলেনি'র ব্যাট থেকে আসে ৬৩ রান। ৮ উইকেটে ২৩৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আইরিশরা। রাবেয়া খান ৩টি, ফাহিমা খাতুন নেন ২টি উইকেট।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারায় বাংলাদেশ। আইরিশদের হারালে পয়েন্ট টেবিলে এগিয়ে যাবে টাইগ্রেসরা। কিন্তু দ্বিতীয় জয়ের লক্ষ্যে ২৩৬ রানের টার্গেটে শুরুতেই পড়ে ব্যাটিং বিপর্যয়ে। মাত্র ২ রানে হারায় দুই ওপেনারকে। শারমিন আক্তারকে নিয়ে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শারমিন ২৪ করে ফেরেন। অধিনায়ক জ্যোতি খেলেন ৫১ রানের ইনিংস। ৯৪ রানে ৫ উইকেট হারালে পরাজয় চোখ রাঙ্গাতে থাকে বাংলাদেশকে। 

দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন রিতু মনি। তার লড়াকু ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রন নেয় বাংলাদেশ। ফাহিমা ২৮ ও জান্নাতুল ফেরদৌস ১৯ করেন। শেষ পর্যন্ত নাহিদাকে নিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন রিতু। খেলেন ৬৭ রানের হার না মানা ইনিংস। ১৮তে নটআউট থাকেন নাহিদা। ৮ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।  

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2