৩-৩ সমতায় শেষ হলো বার্সা-ইন্টার মিলান সেমিফাইনাল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ৩-৩ সমতায় শেষ হলো বার্সেলোনা-ইন্টার মিলান রোমাঞ্চকর প্রথম লেগ সেমিফাইনাল। বুধবার অলিম্পিক স্টেডিয়ামে ইন্টার ৩-২ গোলে এগিয়ে যাওয়ার পর গোলরক্ষকের আত্মঘাতী গোলে হার এড়ায় বার্সা। আগামী মঙ্গলবার ইন্টারের মাঠে হবে ফিরতি লেগ।
ম্যাচ শুরুর ৩০ সেকেন্ডের মাথায় বার্সার জালে বল পাঠান ইন্টারের মার্কাস থুরাম। ২০ মিনিট পর আবার জালে বল। এবার দুর্দান্ত ওভারহেড কিকে ইন্টারের গোলদাতা ডেঞ্জেল ডামফিস। তিন মিনিটের মধ্যে চোখধাঁধানো গোলে বার্সার জার্সিতে শততম ম্যাচ রাঙ্গান লামিনে ইয়ামাল। ডান দিক থেকে ইন্টারের কয়েকজন খেলোয়াড়ের মাঝ দিয়ে বল নিয়ে বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ ১৭ বছরের স্প্যানিশ উইঙ্গারের। দুই মিনিট পর তার আরেকটি প্রচেষ্টা গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে লাগে।
একের পর এক আক্রমণে ইন্টার রক্ষণে ঝড় তোলা স্বাগতিকরা ৩৮ মিনিটে সমতায় ফেরে। রাফিনিয়ার হেডে ছয় গজ বক্সের মধ্যে বল পেয়ে ফেররান তরেস গোলটি করেন। ৬৩ মিনিটে ডামফিস ইন্টারকে ফের এগিয়ে নিলে দুই মিনিটের মধ্যে গোলরক্ষকের আত্মঘাতী গোলে লিড হাতছাড়া করে তুরিনের ক্লাবটি।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: