অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ
মালদ্বীপের বিপক্ষে ড্র করলো লাল-সবুজ যুবারা

ছবি: গোল করার পর বাংলাদেশ দলের উল্লাস
ড্র দিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করলো বাংলাদেশ। এগিয়ে থেকেও মালদ্বীপের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে লাল-সবুজ যুবারা। ভারত-পাকিস্তান যুদ্ধে স্থগিত হয়েছে আইপিএল পিএএসএল। তবে যুদ্ধ উত্তেজনার মাঝেও অরুণাচলে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট।
অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামটি কৃত্রিম টার্ফের। বল অতিরিক্ত বাউন্স করেছে। যাতে বাংলাদেশের ফুটবলারদের বল নিয়ন্ত্রণে সমস্যা হয়েছে। ম্যাচের প্রথমার্ধে দুই গোলের লিড নেয় বাংলাদেশ। ম্যাচের ১৩ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির আগে রিফাত কাজী হেডে ২-০ লিড এনে দেন।
বিরতির পর ঘুরে দাঁড়ায় মালদ্বীপ। ৫৭ মিনিটে অনুফ আবদুল্লাহ বাংলাদেশের জালে বল পাঠান। ১৬ মিনিট পর এহতান জাকির জোরালো শটে পরাস্ত হন বাংলাদেশের গোলরক্ষক। স্কোরলাইনে আসে সমতা।
বাংলাদেশের এই স্কোয়াডে ছিলেন দুই প্রবাসী ফুটবলার। যদিও শুরুর স্কোয়াডে তাদের একাদশের রাখেননি কোচ গোলাম রব্বানী ছোটন। ১১ মে বাংলাদেশের পরের ম্যাচ ভূটানের বিপক্ষে।
বিভি/এমআর
মন্তব্য করুন: