ইমনের রেকর্ডের দিনে আমিরাতকে ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত
পারভেজ ইমনের দুর্দান্ত সেঞ্চুরিতে শারজায় প্রথম টি-টোয়েন্টিতে সংযুক্ত আরব আমিরাতকে ২৭ রানে হারিয়েছে বাংলাদেশ। লিটনের দলের ১৯১ রানের জবাবে ১৬৪তে শেষ হয় স্বাগতিকদের ইনিংস।
শনিবার (১৭ মে) শুরু হয় টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অধিনায়ক লিটন দাসের প্রথম অ্যাসাইনমেন্ট আরব-আমিরাতে দুই ম্যাচের সিরিজ। পাকিস্তান সফরের আগে যা বিশেষ গুরুত্বপুর্ণ। শারজায় টস হেরে ব্যটিংয়ে নেমে মাত্র ১০ রান করে ফিরে যান ওপেনার তানজিদ তামিম। তার পার্টনার পারভেজ হোসেন ইমন জ্বলে ওঠেন ব্যাটিং তান্ডবে। ছক্কা চারে দিশেহারা করে তোলেন আমিরাতের বোলারদের। ইমন দায়িত্ব নিয়ে খেললেও ব্যর্থতার পরিচয় দেন অন্যরা। লিটন ১১, তাওহীদ হৃদয় ২০ ও জাকের আলি ১৩ করেন। ৯টি ছক্কা ও ৫টি চারে ৫৪ বলে ১০০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ইমন। বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে গড়েন শতকের কির্তী। প্রথমটি করেছিলেন তামিম ইকবাল।
৭ উইকেটে ১৯১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। এই ম্যাচে মোট ১৩টি ছক্কা টি-টোয়েন্টিতে দলিয় সর্বোচ্চ টাইগারদের। পেসার জাওয়াদউল্লাহ নেন ৪ উইকেট। ১৯২ রানের টার্গেটে স্বাগতিকদের লড়াকু ব্যাটিংয়ে এক পর্যায়ে ম্যাচটা হাতছাড়া হওয়ার শঙ্কায় পরে বাংলাদেশ। তবে হাসান মাহমুদ ৩টি এবং তানজিম সাকিব, মুস্তাফিজ ও শেখ মেহেদী দুটি করে উইকেট নিয়ে সেই অস্বস্তি দূর করে দেন। ১৬৪তে অলআউট হয় আমিরাত। স্বস্থির জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে যায় সফরকারীরা।
বিভি/এআই
মন্তব্য করুন: