টাইব্রেকারে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, ভারতের কাছে হার

ছবি: ভারতীয় দলের উল্লাস
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ হাতছাড়া হয়ে গেলো টাইগারদের। টাইব্রেকারে স্বপ্ন ভাঙলো বাংলাদেশের। সাফ অনুর্ধ্ব-১৯ এর ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলায় ১-১ গোলে সমতা ছিলো।
বয়সভিত্তিক ১৫ ও ১৭ সাফের ফাইনালে উঠেও শিরোপা হাতে তুলতে পারেননি নাজমুল হুদা ফয়সাল। আশা ছিলো অনুর্ধ্ব-১৯ এর সাফে সেই আক্ষেপ মিটবে তার। অরুনাচলে ফাইনালে উঠে সেই আশার পালে হাওয়াও লাগে। কিন্তু ম্যাচের শুরুতেই ব্যাকফুটে লাল-সবুজ তরুণরা। কিছু বুঝে ওঠার আগেই ভারতের অর্ধ্ব থেকে নেয়া দূরপাল্লার ফ্রিকিকের ফ্লাইট বুঝতে ব্যার্থ বাংলাদেশের গোলকিপার মাহিন। ম্যাচের দুই মিনিটেই লিড ভারতের। প্রথমার্ধে কিছুটা ছন্নছাড়া বাংলাদেশ। খেলায় ছিলো না পরিকল্পনার ছাপ। তবে সময় যত গড়িয়েছে মরিয়া হয়েছে ফয়সালরা।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশের প্রাধান্য। যার সুফল পেতে গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৬২ মিনিট পর্যন্ত। জটলা থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে দলকে সমতায় ফেরান জয় আহমেদ। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
বাংলাদেশের প্রথম তিনটি স্পটকিক থেকে গোল এসেছে। ভারতের দ্বিতীয় শট রুখে দিয়েছেন লাল-সবুজ গোলরক্ষক। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল পুরো টুর্নামেন্টে ভালো খেলেছেন। তবে টাইব্রেকারে করেছেন হতাশ। অতিরিক্ত চাপে তার স্পট কিক চলে যায় বার পোস্টের ওপর দিয়ে। শেষ শটে গোল করতে ব্যর্থ হয়েছেন সালাহউদ্দিন। অন্যদিকে শেষ শটে গোল করে শিরোপা হাতে তুলে নেয় ভারত অনুর্ধ্ব-১৯ দল।
বিভি/এমআর
মন্তব্য করুন: