• NEWS PORTAL

  • বুধবার, ১৮ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিলেন মদ্রিচ

প্রকাশিত: ২১:৪৭, ২২ মে ২০২৫

ফন্ট সাইজ
রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দিলেন মদ্রিচ

জীবনের ১৩ বসন্ত কাটিয়ে ৬টি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ২৮টি ট্রফি জিতে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদ্রিচ। বৃহস্পতিবার (২২ মে) রিয়াল অধ্যায়ের ইতি টানার ঘোষণা দিয়েছেন তিনি।

আগামী জুনে রিয়াল ক্লাব বিশ্বকাপে খেলবে। মদ্রিচ ওই প্রতিযোগিতায় খেলবেন না। রিয়ালের জার্সিতে শনিবার (২৪ মে) রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটিই হবে তার শেষ। লম্বা এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন ৩৯ বছর বয়সি তারকা।

ইনস্টাগ্রামের বিবৃতিতে মদ্রিচ বলেন, ‘আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ, আমার সতীর্থ, কোচ এবং এত বছর ধরে আমাকে যারা সমর্থন করেছেন তাদের সবাইকে। বছরের পর বছর ধরে আমি অবিশ্বাস্য মুহূর্ত, অসম্ভব বলে মনে হওয়া প্রত্যাবর্তন, ফাইনাল, উদ্‌যাপন এবং বার্নাব্যুতে জাদুকরী রাতের অভিজ্ঞতা অর্জন করেছি... আমরা সবকিছু জিতেছি এবং আমি সত্যিই খুশি ছিলাম। খুব, খুব খুশি।’

মদ্রিচ টটেনহ্যাম থেকে ২০১২ সালে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছিলেন। পরবর্তী ১৩ বছরে সাদা জার্সিতে অনেক গল্প লিখেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে ৬টি ট্রফি জেতা ফুটবলারের দুইজনের একজন তিনি। অন্যজন তারই সতীর্থ—দানি কারভাহাল।

১৩ বছরে রিয়ালের হয়ে মদ্রিচ খেলেছেন ৫৯০ ম্যাচ। ৪৩ গোলের পাশাপাশি তিনি করেছেন ৯৫টি অ্যাসিস্ট। এই যাত্রায় ৬টি চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন ৫টি সুপারকোপা, ৫টি সুপার কাপ, ৫টি ফিফা ক্লাব বিশ্বকাপ, ৪টি লা লিগা, ২টি কোপা দেল রে ও একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: