আইপিএল ফাইনালে ১৯০’এ থেমেছে ব্যাঙ্গালুরুর রানের চাকা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-২০২৫ (আইপিএল) এর ফাইনালে প্রথম ইনিংসের নির্ধারিত ওভারে ১৯০ রানে থেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়েছে বিরাট কোহলির দল। মঙ্গলবার (৩ জুন) বাংলাদেশ সময় রাত ৮ টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতেছেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার।
ব্যাঙ্গালুরু ক্যাপ্টেন বিরাট কোহলি সংগ্রহ করেছেন ৩৫ বলে ৪৩ রান। পাঞ্জাবের হয়ে আর্শদিপ সিং তিন উইকেট সংগ্রহ করেছেন। উল্লেখ্য যে, এই দুই দলের কেউই কখনো শিরোপা জেতেনি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একাদশ: ফিল সল্ট, বিরাট কোহলি, মায়াঙ্ক আগারওয়াল, রজত পতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, ইয়াশ দয়াল ও জস হ্যাজেলউড।
পাঞ্জাব কিংস ইলেভেন: প্রিয়ংশ আর্য, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটরক্ষক), নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, বিজয় কুমার ভিশক, আজমতুল্লাহ ওমরজাই, কাইল জেমিসন, আরশদ্বীপ সিং, যুজবেন্দ্র চাহাল।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: