• NEWS PORTAL

  • শনিবার, ১২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির প্রতিপক্ষ কে?

প্রকাশিত: ১৬:৩৯, ৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির প্রতিপক্ষ কে?

ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির প্রতিপক্ষ হবে কে, পিএসজি নাকি রিয়াল মাদ্রিদ। তার মীমাংসা হবে আজ। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় দুই জায়ান্ট ক্লাব মুখোমুখি হবে আসরের দ্বিতীয় সেমিফাইনালে। 

পিএসজিতে ছয় মৌসুম কাটিয়ে গত বছর রিয়ালে যোগ দেন কিলিয়ান এমবাপ্পে। এ নিয়ে দুই পক্ষের মন কষাকষি চরমে গিয়ে পৌঁছায়। আজ ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে দেখা দুই পক্ষের। পুরনো ক্লাবের বিপক্ষে খেলতে স্বাভাবিকভাবেই মুখিয়ে থাকার কথা ২৬ বছরের ফরাসি তারকার। তবে স্প্যানিশ কোচ জাভি আলোন্সের শুরুর একাদশে তার থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কারণটা গন্সালো গার্সিয়া। এমবাপ্পের অসুস্থতায় পাঁচ ম্যাচেই শুরুর একাদশে তার জায়গা নিয়ে ২১ বছরের স্প্যানিশ ফরোয়ার্ড আসরে চার গোল করে যৌথভাবে গোলদাতাদের শীর্ষে আছেন। 

শেষ ষোলোয় ইতালির জুভেন্টসকে ১-০'তে আর শেষ আটে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারানোর ম্যাচে এমবাপ্পে বদলি হিসেবেই খেলেছেন। ডর্টমুন্ডের বিপক্ষে গোলও পেয়েছেন। 

মহাদেশীয় এই ক্লাব আসরে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নদের বিদায় করে প্রথমবার ফাইনালে উঠতে মুখিয়ে পিএসজি। 

বিভি/টিটি

মন্তব্য করুন: