প্রথম টি-টোয়েন্টি
বাংলাদেশকে সহজেই হারালো শ্রীলংকা

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সহজেই ৭ উইকেটে হারিয়েছে শ্রীলংকা। বৃহস্পতিবার (১০ জুলাই) পাল্লেকেলেতে টস হেরে প্রথম ব্যাট করলেও টি-টোয়েন্টির ঝড় তুলতে ব্যর্থ টাইগাররা ৫ উইকেটে ১৫৪ রানের সাদামাটা ইনিংস গড়ে। জবাবে কুশাল মেন্ডিসের হাফসেঞ্চুরিতে সিরিজে এগিয়ে যায় লংকানরা।
টেস্ট সিরিজে ১-০তে পরাজয়। ওয়ানডেতে সিরিজে জয়ের আশা জাগিয়েও ২-১ এ আত্নসমর্পন। লংকা সফরে হতাশা লুকানোর জায়গা নেই বাংলাদেশ দলের। ব্যাটিং ব্যর্থতা দলের সবচেয়ে বড় সমস্যা। এসব নিয়েই টি-টোয়েন্টি সিরিজে লড়াইয়ে নেমেও হতাশ করেছে বাংলাদেশ। এই ম্যাচে সেরা একাদশে ফিরেছেন ব্যাটসম্যান মোহাম্মদ নাইম এবং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের জায়গা করে দিতে দল থেকে বাদ পড়েছেন জাকের আলী অনিক এবং মুস্তাফিজুর রহমান। টসে হেরে ফ্ল্যাট ব্যাটিং উইকেটে ওপেনিং জুটিতে পারভেজ ইমন ও তানজিদ হাসান তামিম ৫ ওভারে ৪৬ রান তুলে বিচ্ছিন্ন হন। ১৭ বলে ১৬ রান করে আউট হন তানজিদ। পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৫৩ রান তোলে বাংলাদেশ। এরপর আউট অফ ফর্মে থাকা অধিনায়ক লিটন দাস ১১ বলে ৬ রান করে ফিরে গেলে; ৬৫ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা।
তবে বাংলাদেশ ইনিংসে বড় ধাক্কা হয়ে আসে পারভেজ ইমনের আউট। ছক্কা হাকাতে গিয়ে ২২ বলে ৩৮ করে আউট হয়েছেন ইমন। এরপর নাইম অপরাজিত ৩২, তাওহীদ হৃদয় ১০, মিরাজ ২৯ এবং শামীম হোসেন অপরাজিত ১৪ রান করলেও, ব্যাটিংয়ে ঝড় তুলতে পারেনি বাংলাদেশ।
জবাবে পাওয়ার প্লে'র ৬ ওভারেই ৮৩ রান তুলে সহজেই জয়ের পথে এগিয়ে যায় শ্রীলংকা। পাথুম নিশাঙ্কা ১৬ বলে ৪২, কুশাল মেন্ডিস ৫১ বলে ৭৩ এবং কুশাল পেরেরার ২৪ রানে; এক ওভার হাতে রেখেই সিরিজে এগিয়ে যায় লংকানরা।
বিভি/এমআর
মন্তব্য করুন: