রিয়ালকে বিধ্বস্ত করে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি

পিএসজির গোছানো আক্রমণাত্মক ফুটবলের সামনে খুঁজেই পাওয়া যায়নি রিয়াল মাদ্রিদকে। ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মাদ্রিদ জায়ান্টদের ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। আগামী রবিবার অল ইউরোপ ফাইনালে চেলসি প্রতিপক্ষ পিএসজির।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বৃহস্পতিবার (১০ জুলাই) বাংলাদেশ সময় রাত একটায় শুরু হওয়া ম্যাচের প্রথম চার মিনিটে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া দুটি দুর্দান্ত সেভ করেন। কিন্তু পরের পাঁচ মিনিটে ডিফেন্ডারদের নিদারুণ ব্যর্থতায় জোড়া গোল হজম করে মাদ্রিদ জায়ান্টরা। ষষ্ঠ মিনিটে রাউল আসেন্সিওর ভুলে পিএসজির ফাবিয়ান রুইস, নবম মিনিটে অ্যান্টোনিও রুডিগারের ভুলে ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে ঠিকানা খুঁজে নেন। ২৪ মিনিটে রিয়াল শিবিরকে শোকের সাগরে ডুবান রুইস। পেনাল্টি স্পটের কাছে আশরাফ হাকিমির পাস পেয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার।
ফাইনালের কথা মাথায় রেখে পিএসজি কোচ লুইস এনরিক দ্বিতীয়ার্ধে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের তুলে নেন। আক্রমণে ধার বাড়ানোর সুযোগ পায় রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ীরা। কিন্তু ৮৮ মিনিটে পিএসজির পর্তুগিজ ফরোয়ার্ড গন্সালো রামোস ব্যবধান আরও বাড়িয়ে দলের বড়ো জয় নিশ্চিত করেন। পুরো ম্যাচে রিয়ালের দুই সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিউস জুনিয়র নিজেদের ছায়া হয়ে থাকেন।
বিভি/এআই
মন্তব্য করুন: