• NEWS PORTAL

  • রবিবার, ১৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ওয়াসিম আকরামের রেকর্ডের পাশে নাম লেখালেন বুমরাহ

প্রকাশিত: ২০:৪৪, ১২ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ওয়াসিম আকরামের রেকর্ডের পাশে নাম লেখালেন বুমরাহ

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ৭ ওভার বল করে ৭৪ রানে ৫ উইকেট নেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। ৪৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ১৫তমবার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন তিনি। এরমধ্যে বিদেশের মাটিতেই ১৩বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন বুমরাহ। 

এছাড়া এশিয়ার বোলারদের মধ্যে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড-নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ইনিংসে সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়ার রেকর্ডে নাম লিখিয়েছেন বুমরাহ। এর ফলে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের রেকর্ড স্পর্শ করেছেন তিনি। 

দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড-নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে ৩২ ম্যাচ খেলে ১১বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন আকরাম। ঐ চার দেশে ক্যারিয়ারের ৩৩ ম্যাচ খেলে ১১বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করে আকরামের রেকর্ডে ভাগ বসিয়েছেন বুমরাহ। 

একইসাথে স্বদেশি কপিল দেবের রেকর্ড ভেঙ্গেছেন বুমরাহ। বিদেশের মাটিতে ভারতের হয়ে টেস্টের ইনিংসে সবচেয়ে বেশিবার পাঁচ বা ততোধিক উইকেট শিকারে কপিলকে টপকে গেছেন বুমরাহ।

বিদেশের মাটিতে ৬৬ ম্যাচে ১২ বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করেছেন কপিল। সেখানে ৩৪ ম্যাচে ১৩বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করেছেন বুমরাহ। 

৬৯ ম্যাচে ১০ বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়ে এ তালিকায় তৃতীয় স্থানে আছেন লেগ স্পিনার অনিল কুম্বলে।

বিভি/এজেড

মন্তব্য করুন: