আজ মিরপুরে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। শ্রীলঙ্কায় সিরিজ জিতে টাইগাররা এবার আত্মবিশ্বাসী। অবশ্য পাকিস্তানের বিপক্ষে গত ৯ বছরে কোনো টি-টোয়েন্টি ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। রবিবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টায় মিরপুর স্টেডিয়ামে মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথমটি।
এদিকে, এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দীর্ঘ এক বছরের বিরতি দিয়ে শেরে বাংলায় মাঠে নামছে বাংলাদেশ। ঢাকায় ম্যাচ মানেই প্রতিপক্ষের শক্তিমত্তার পাশাপাশি বাড়তি দুশ্চিন্তা ‘উইকেট’। হোম অব ক্রিকেটের উইকেট কেমন হবে, তা স্বাগতিক দলেরও অজানা। সংবাদ সম্মেলনেও ঘুরে ফিরে এসেছে এই প্রসঙ্গ।
বর্ষা মৌসুমের পিচ নিয়ে কিছুটা ধোঁয়াশায় লিটন দাস। তবে পুরোপুরি না হলেও কিছুটা স্পোর্টিং উইকেট আশা করছেন টাইগার ক্যাপ্টেন।
শ্রীলঙ্কা সফরের শেষটা হয়েছে টি-টোয়েন্টি সিরিজ জয়ে। ছন্দে ফিরেছে লিটনের ব্যাট। হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে পুরো দল। অবশ্য ২০ ওভারের ক্রিকেটে এ বছরই পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।
গত ৯ বছর চাঁদ-তারাদের বিপক্ষে জয়ও নেই। তবে, ঘরের মাঠে এবার ‘পাকিস্তান বধ’ কঠিন হলেও অসম্ভব মনে করছেন না টাইগার ক্যাপ্টেন। পাকিস্তানের এই দলের ৯ ক্রিকেটার খেলে গেছেন বিপিএলে। তাই, মিরপুরের কন্ডিশন নিয়ে খুব একটা দুশ্চিন্তায় নেই সফরকারী দল, বলেছেন অধিনায়ক সালমান আগা।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: