• NEWS PORTAL

  • রবিবার, ১০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

১৯ এজেন্ডা নিয়ে বিসিবির বোর্ড সভা, বুলবুল যুক্ত হয়েছেন ভার্চুয়ালি

প্রকাশিত: ২০:২০, ৯ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
১৯ এজেন্ডা নিয়ে বিসিবির বোর্ড সভা, বুলবুল যুক্ত হয়েছেন ভার্চুয়ালি

১৯টি এজেন্ডা নিয়ে বিসিবির বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে অনলাইনে সভায় যোগ দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিপিএল, আম্পায়ার্স ইস্যু, ক্রিকেট অপারেশনস, গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিসসহ অনেকগুলো বিষয় প্রাধান্য পেয়েছে এবারের বোর্ড সভায়। 

সম্প্রতি নিয়োগ পাওয়া পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড, প্রধান কিউরেটর টনি হেমিংসহ অন্যদের নিয়োগ অনুমোদনও দেওয়া হয়েছে বোর্ড মিটিংয়ে।

বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে না থাকায় তাকে ছাড়াই শুরু হয় এবারের সভা। তবে অনলাইনে যোগ দেন তিনি। গত বছর চুক্তির মাঝপথে চাকরি ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন অস্ট্রেলিয়ান অভিজ্ঞ কিউরেটর টনি হেমিং। 

পিসিবির প্রধান কিউরেটরের দায়িত্ব ছেড়ে এক বছরের চুক্তিতে আবার তিনি বিসিবিতে ফিরছেন বলে জানা গেছে। এবার বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে যোগ দেবেন হেমিং। 

তিনি দেশের সব আন্তর্জাতিক ভেন্যু দেখভালের দায়িত্বে থাকবেন বলেও জানা গেছে। তবে এবারের মিটিংয়ে প্রধান ইস্যু বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি- বিপিএল। 

আগেই বিসিবি জানিয়েছে এবারের বিপিএল আয়োজন করতে আগ্রহ দেখিয়েছে পাঁচটি স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান। এদের মধ্যে থেকে যাচাই বাছাইয়ের মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে বিপিএল আয়োজনের দায়িত্ব দিতে যাচ্ছে বিসিবি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2