ঋতুপর্ণা চাকমার গ্রামের বাড়িতে ঘর নির্মাণ করে দেবে বিসিবি

নারী ফুটবল দলের তারকা ঋতুপর্ণা চাকমার গ্রামের বাড়িতে ঘর নির্মাণ করে দেবে বিসিবি। শনিবার বোর্ড মিটিং শেষে এমনটায় জানিয়েছেন বিসিবির পরিচালক। দীর্ঘ সময়ের এই মিটিংয়ে হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত।
বিপিএলে যে সকল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের পরিশ্রমিক শোধ করেনি, তাদের বিপক্ষে আইনি লড়াইয়ে যাবে বিসিবি। এখন থেকে সব ক্রিকেটারের পারিশ্রমিক নেবে বোর্ড। শনিবার বিসিবির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। অস্ট্রেলিয়ায় থাকায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অনলাইনে বোর্ড সভায় যুক্ত হন।
বিপিএল, আম্পায়ার্স ইস্যু, ক্রিকেট অপারেশনস, গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিসসহ অনেকগুলো বিষয় প্রাধান্য পেয়েছে এবারের বোর্ড সভায়। তবে এবারের মিটিংয়ে প্রধান ইস্যু বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি। আগামী বিপিএল আয়োজনে দ্রততম সময়ের মধ্যে স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে বেশি আলোচনা হয়েছে খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক পরিশোধ, ও আগামীতে পারিশ্রমিক দেওয়ার এখতিয়ার বোর্ডে হাতে রাখার বিষয় নিয়ে। বিপিএলের দূর্নীতি কমাতে আইসিসি এন্টি করাপশন ইউনিট-আকসুকে আরো শক্তিশালী করার পরিকল্পনা বিসিবির।
জুলিয়ান রস উডকে ব্যাটিং কনসালটেন্ট নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে বোর্ড সভায়। মাইন্ড ট্রেনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ডেবিড স্কটি'কে। এছাড়া দুই বছরের জন্য টনি হেমিংকে প্রধান কিউরেটরের দায়িত্ব দেওয়া হচ্ছে।
সাত বিভাগে বিসিবির আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন বাতিল করা হয়েছে। জাতীয় ক্রিকেট লিগে চারদিনের ম্যাচে ঢাকা মেট্রোর পরিবর্তে খেলবে ময়মেনসিংহ বিভাগ।
বিভি/এজেড
মন্তব্য করুন: