দুই সপ্তাহ পর মাঠে ফিরেই গোল পেলেন মেসি

দুই সপ্তাহ পর মাঠে ফিরে গোল করলেন এবং করালেন লিওনেল মেসি। তার ক্লাব ইন্টার মায়ামিও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ৩-১ গোলে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে হারিয়েছে। মায়ামির অন্য দুই গোলদাতা জর্দি আলবা ও লুইস সুয়ারেস।
গত ২ আগস্ট লিগস কাপে মেক্সিকোর ক্লাব নেকাক্সার বিপক্ষে পায়ে চোট পাওয়ায় ম্যাচের ১১ মিনিটে মাঠ ছেড়ে যেতে হয়েছিলো মেসিকে। এরপর লিগস কাপ ও এমএলএসের দুটি ম্যাচে খেলতে পারেননি ৩৮ বছরের আর্জেন্টাইন ফুটবল মহাতারকা। আজ (রবিবার) মেজর লিগ সকারের ম্যাচে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির বিপক্ষে দ্বিতীয়ার্ধে মেসিকে মাঠে নামান মায়ামির আর্জেন্টাইন কোচ হাভিয়ের মাচ্চেরানো।
এর আগে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকালে শুরু হওয়া ম্যাচের ৪৩ মিনিটে জর্দি আলবা গোল করে এগিয়ে নেন ফ্লোরিডার ক্লাবটিকে। ৫৯ মিনিটে জোসেফ পেইন্সিলের গোলে সমতায় ফেরা গ্যালাক্সির জালে ৮৪ মিনিটে বল পাঠান মেসি। রদ্রিগো দি পলের পাস পেয়ে বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের নিচু শটে এবারের এমএলএসে নিজের ১৯তম গোলটি করেন মেসি। ৮৯ মিনিটে দলকে তৃতীয় গোলের ব্যবস্থাও করে দেন মায়ামির অধিনায়ক। তার ব্যাকহিল থেকে বল পেয়ে গোল করেন লুইস সুয়ারেজ।
এবারের লিগে মায়ামির ২৪ ম্যাচে এটি ১৩তম জয়। ৪৫ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে চার নম্বরে থাকা মায়ামির তিন ম্যাচ বেশি খেলে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: