ফিক্সিং ইস্যুতে সাকিবকে নিষিদ্ধ করা সেই মার্শাল এবার বিসিবিতে

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম দুর্ঘটনার সময় বলা হয় সাকিব আল হাসানকে ফিক্সিং ইস্যুতে নিষিদ্ধ করা। যার হাত ধরে সাকিবের নিষেধাজ্ঞা এসেছিল, তিনি অ্যালেক্স মার্শাল। ফিক্সিং প্রস্তাব পেয়ে অ্যান্টি করাপশন ইউনিটকে (আকসু) না জানানোয় ২০১৯ সালে নিষিদ্ধ হন এই অলরাউন্ডার। ওই সময় আকসুর জেনারেল ম্যানেজার মার্শাল এবার যুক্ত হচ্ছেন বিসিবিতে।
ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখতে মার্শালকে পরামর্শ হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অ্যান্টি করাপশন কনসালটেন্ট হিসেবে দায়িত্ব নিতে সোমবার (১৮ আগস্ট) ঢাকায় আসেন অ্যালেক্স মার্শাল। এর আগে গত ৯ আগস্ট মাকে নিয়োগ দেওয়ার কথা জানায় বিসিবি।
বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে ঢেলে সাজানোর পাশাপাশি ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজমেন্ট ও আকুর বর্তমান কর্মকর্তাদের সঙ্গে একাধিক ওয়ার্কশপ করবেন মার্শাল। অতীতে আকু কীভাবে কাজ করেছে, সেটিও খতিয়ে দেখবেন তিনি।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আমাদের অ্যান্টি করাপশন ইউনিটকে আরও শক্তিশালী করার জন্য আমরা অ্যালেক্স মার্শালকে নিয়োগ দিচ্ছি। স্থানীয় টুর্নামেন্টগুলোতে দুর্নীতি ঠেকানো বেশ কঠিন হয়ে যাচ্ছে। তাই অভিজ্ঞতা কাজে লাগাতে আমরা তাকে পরামর্শক হিসেবে আনছি।’
অ্যালেক্স মার্শাল যুক্তরাজ্যের পুলিশ বাহিনীতে দীর্ঘদিন কাজ করেছেন। ২০১৭ সালে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার হিসেবে নিয়োগ পান। পরে তাকে অ্যান্টি ডোপিং ইউনিটের দায়িত্বও দেওয়া হয়। তবে সেটি আলাদা হওয়ার পর তিনি কেবল দুর্নীতি দমনেই মনোযোগ দেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: