ইংলিশ প্রিমিয়ার লিগ
হতাশায় চেলসির মৌসুম শুরু, জয় আর্সেনালের

ছবি: সংগৃহীত
আর্সেনাল ইংলিশ প্রিমিয়ার লিগে শুভ সূচনা করলেও ফিফা ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসির হতাশায় শুরু হয়েছে নতুন মৌসুম। ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে আর্সেনালের জয় ১-০ গোলে। স্টামফোর্ড ব্রিজে চেলসি গোলশূন্য ড্র করে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে।
রবিবার (১৭ আগস্ট) আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকা ইউনাইটেড প্রায় ৬২ শতাংশ সময় পজিশন ধরে রেখে গোলের জন্য ২২টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রাখে। গত তিন লিগে দ্বিতীয় স্থান ধরে রাখা আর্সেনালের ৯ শটের তিনটি লক্ষ্যে ছিলো। গোলরক্ষক আলতাই বায়িন্দির ভুলে ১৩ মিনিটে পিছিয়ে পড়ে ইউনাইটেড। প্রতিপক্ষের কর্নার হাত বাড়িয়ে ক্লিয়ারের চেষ্টায় পারেননি তুর্কি গোলরক্ষক। তার হাতে লেগে যাওয়া বল দূরের পোস্টে মাথা ছুঁয়ে জালে পাঠান ইতালিয়ান ডিফেন্ডার রিকার্দো কালাফিওরি। ৩০তম মিনিটে সমতায় ফিরতে পারত ইউনাইটেড। বাঁ দিক থেকে প্যাট্রিক ডগুর নিচু শট দূরের পোস্টে বাধা পায়। আট মিনিট পুর দুরূহ কোণ থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাথেউস কুইয়ার শট দারুণভাবে ঠেকান আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া। এই স্প্যানিশ গোলরক্ষক ৭৩ মিনিটে ক্যামেরুনের ফরোয়ার্ড ব্রায়ান এমবুমোর হেড ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন। বাকি সময়েও কয়েকটি সুযোগ পায় ইউনাইটেড। কিন্তু গোলের আগল খুলতে পারেনি গত মৌসুমে ১৫তম স্থানে থাকা জায়ান্ট ক্লাবটি।
বিভি/এসজি
মন্তব্য করুন: