• NEWS PORTAL

  • বুধবার, ২৭ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

প্রথম খেলোয়াড় হিসেবে বিরল রেকর্ডের মালিক রোনালদো

প্রকাশিত: ১৯:৩৬, ২৪ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
প্রথম খেলোয়াড় হিসেবে বিরল রেকর্ডের মালিক রোনালদো

প্রথম খেলোয়াড় হিসেবে চারটি ভিন্ন ক্লাবের হয়ে ১০০ গোল করার বিরল রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। শনিবার সৌদি সুপার কাপের ফাইনালে পেনাল্টি শ্যুট আউটে আল আহলির কাছে পরাজিত হয় রোনাল্ডোর আল নাসর। 

নির্ধারিত সময়ের ম্যাচটি ২-২ গোলে ড্র ছিল। এরপর টাই ব্রেকারে আল নাসর ৫-৩ গোলে পরাজিত হয়।

হংকং স্টেডিয়ামে প্রথমার্ধে গোল করে সৌদি পেশাদার লিগের ক্লাবটির হয়ে ৪০ বছর রোনাল্ডো শততম গোল পূরণ করেন। ২০২২ সালে তিনি আল নাসরে যোগ দিয়েছিলেন। 

এর আগে রিয়াল মাদ্রিদের জার্সিতে ৪৫০, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫ ও জুভেন্টাসের হয়ে ১০১ গোল করেছেন পর্তুগীজ এই সুপারস্টার। এই রেকর্ডে রোনাল্ডো তিন খেলোয়াড়কে ছাড়িয়ে গেছেন।

রোনাল্ডোর আগে ১৯৩০ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত স্পেনের হয়ে খেলা ইদ্রিসো লাঙ্গারা এবং ব্রাজিলিয়ান দুই সুপারস্টার রোমারিও ও নেইমার তিনটি ভিন্ন ক্লাবের হয়ে ১০০ গোলের কৃতিত্ব অর্জন করেছেন। 

সৌদি আরবে এখনো বড় কোন শিরোপা জিততে পারেননি রোনাল্ডো। পর্তুগালের জাতীয় দলের হয়ে তিনি সর্বোচ্চ ১৩৮ গোল করেছেন। 

পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনাল্ডো পেনাল্টি থেকে গোল করে ৪১ মিনিটে আল নাসরকে এগিয়ে দেন। যদিও আল আহলির হয়ে দ্রুত সমতা ফেরান ফ্র্যাংক কেসি। ম্যাচ শেষের ৭ মিনিট আগে মার্সেলো ব্রোজোভিচ আবারো আল নাসরেকে এগিয়ে দেন। কিন্তু ম্যাচের একেবারে শেষভাগে কর্ণার থেকে হেডের মাধ্যমে গোল করে আল আহলিকে লড়াইয়ে ফেরান ব্রাজিলিয়ান ডিফেন্ডার ইবানেজ। 

পেনাল্টি শ্যুট আউটে আরো এক গোল করেছেন রোনাল্ডো। কিন্তু তার সতীর্থ আব্দুল্লাহ আল-খাইবারি নিজের সুযোগ হাতছাড়া করেছেন

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2