• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নেদারল্যান্ডসের বিপক্ষে আজ টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ

প্রকাশিত: ১৩:২২, ৩০ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
নেদারল্যান্ডসের বিপক্ষে আজ টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ শনিবার (৩০ আগস্ট) মাঠে নামছে বাংলাদেশ। সিলেটে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। আপাতত এশিয়া কাপ নয়, নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজেই সব মনোযোগ ধরে রাখতে চান বাংলাদেশের হেড কোচ ফিল সিমনন্স। 

এশিয়া কাপের প্রস্তুতিতে সিলেটে বেশ কিছুদিন ধরে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। বোর্ড থেকে শুরু করে সমর্থক সবাই জানেন নেদারল্যান্ডসের বিপক্ষে এই সিরিজটা টাইগারদের এশিয়া কাপের প্রস্তুতির অংশ। আগের দিন অধিনায়ক লিটন দাসের কন্ঠেও ছিলো একই সুর। অথচ কোচ ফিল সিমন্স বলছেন তাদের চিন্তায় এশিয়া কাপ নেই। আপাতত মনোজগতে শুধুই নেদারল্যান্ডস।

জয় পেলে বাহবা, হেরে গেলেই সমালোচনা- বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। অপেক্ষাকৃত দূর্বল ডাচদের কাছে হেরে গেলে সমালোচনার তীর ছুটে আসবেই। সেসব নিয়ে চিন্তা নেই কোচের- ভালো খেলাটাই বড় কথা।

দীর্ঘ প্রস্তুতির পর পারফরমেন্সের মান কোন পর্যায়ে দেখতে চান কোচ? সিমন্সের সরাসরি উত্তর- মিরপুরের পারফরমেন্স ধর্তব্যের মধ্যে নয়। শ্রীলংকায় সিরিজ জয়ের পারফরমেন্সটাই তার বেঞ্চমার্ক।

ডাচ কোচ রায়ান কুকের কাছে নিজেদের শক্তির জানান দেয়ার সুবর্ণ সুযোগ। বাংলাদেশকে হারানোর চ্যালেঞ্জটা ভালো মতোই নিচ্ছে তারা। কুককে আরো আশাবাদী করে তুলেছে সিলেটের উইকেট। 

বিভি/এমআর

মন্তব্য করুন: