• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

লিটন-সাইফ জুটিতে উড়ে গেল নেদারল্যান্ডস, বাংলাদেশের দাপুটে জয়

প্রকাশিত: ২১:১৮, ৩০ আগস্ট ২০২৫

আপডেট: ২১:১৯, ৩০ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
লিটন-সাইফ জুটিতে উড়ে গেল নেদারল্যান্ডস, বাংলাদেশের দাপুটে জয়

ব্যাটে-বলে দারুণ খেলেছে বাংলাদেশ। ছবি- ক্রিকইনফো

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার (৩০ আগস্ট) নেদারল্যান্ডসকে ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।

বাংলাদেশের জয়ের নায়ক দুইজন— অধিনায়ক লিটন দাস ও দুই বছর পর একাদশে ফেরা সাইফ হাসান। লিটন খেলেছেন ২৯ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস, যা তার ১৩তম ফিফটি। এতে সাকিব আল হাসানের রেকর্ড ছুঁয়ে ফেলেন তিনি। সাকিব যেখানে ১২৮ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন, সেখানে লিটন করেছেন মাত্র ১০৮ ম্যাচে।

অন্যদিকে সাইফ হাসান অলরাউন্ড পারফরম্যান্সে মুগ্ধ করেছেন সবাইকে। বল হাতে দুটি উইকেট শিকার করার পর ব্যাট হাতে ১৯ বলে ঝড়ো ৩৬ রান করেন। ওপেনার তানজিদ তামিমের (১৫) বিদায়ের পর লিটনের সঙ্গে জুটি গড়ে দলকে সহজ জয়ে পৌঁছে দেন তিনি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ডাচরা থামে ১৩৬ রানে। তাসকিন আহমেদ বল হাতে ঝলক দেখিয়ে ২৮ রানে নেন চার উইকেট। সাইফ নেন দুটি ও মুস্তাফিজ শিকার করেন একটি উইকেট।

নেদারল্যান্ডসের ব্যাটারদের মধ্যে তেজা নিদামারুনু ২৬, ম্যাক্স ডি’ওড ২৩, টিম প্রিঙ্গল ১৬ ও সারিজ আহমেদ ১৫ রান করেন।

সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে আগামী সোমবার সন্ধ্যা ৬টায় একই ভেন্যুতে।

বিভি/এজেড

মন্তব্য করুন: