• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

টস জিতে একাদশে ৫ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ১৮:২৩, ৩০ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
টস জিতে একাদশে ৫ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ভারতের স্থগিত হওয়া সিরিজের সময়ে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে একাদশে ৫ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হয়েছে।

সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে খেলা টি–টোয়েন্টি থেকে একাদশে ৫টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। জায়গা হারিয়েছেন মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ।

একাদশে ফিরেছেন পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করার পুরস্কার হিসেবে দলে ফিরেই একাদশেও জায়গা করে নিয়েছেন সাইফ।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও'ডাউড, ভিক্রমজিত সিং, আনিল তেজা নিদামিনুরু, স্কট এডওয়ার্ডস, শাহরিজ আহমেদ, নাওচ ক্রস, কাইল কেলিন, টিম প্রিঞ্জল, আরিয়ান দত্ত, পল ফন মিকারেন, ড্যানিয়েল ডোরাম।

বিভি/এজেড

মন্তব্য করুন: