ঘরের মাঠে শেষ ম্যাচে মেসির জোড়া গোলে আর্জেন্টিনার জয়

ছবি: সংগৃহীত
ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে নিজের শেষ ম্যাচটা জোড়া গোলে রাঙালেন লিওনেল মেসি। বুয়েন্স আইরেসের মনুমেন্তালে বাংলাদেশ সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে শেষ হওয়া ম্যাচে আর্জেন্টিনাও ৩-০'তে জয়োৎসব করলো ভেনেজুয়েলার বিপক্ষে। অন্য গোলটি লাওতারো মার্তিনেসের।
২০২৬ বিশ্বকাপের টিকেট অনেক আগেই নিশ্চিত হওয়ায় কার্যত আর্জেন্টিনার কাছে এই ম্যাচের তেমন গুরুত্ব ছিলো না। তবে দুই দিন আগে মেসি যখন জানিয়ে দিলেন, এটাই হতে যাচ্ছে বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে তার শেষ ম্যাচ, তখন তা হয়ে উঠলো গুরুত্বপূর্ণ, বিশেষ উপলক্ষ্য। আর্জেন্টাইন ফুটবল মহাতারকার ‘শেষের’ উপলক্ষ্য উদযাপনে মাঠে হাজির ছিলেন তার স্ত্রী-সন্তান, বাবা-মা, ভাই বোনসহ পুরো পরিবার।
দেশের মাটিতে মেসির ‘শেষটা’ উজ্জ্বল করতে সতীর্থরাও ভেনেজুয়েলার বিপক্ষে নিজেদের মেলে ধরেন। ৩৯ মিনিটে জুলিয়ান আলভারেসের পাস থেকে গোল করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। মেসি-মেসি-মেসি ধ্বনিতে মুখোরিত হয়ে ওঠে গোটা মনুমেন্ন্তাল। ৭৪ মিনিটে আলভারেসের বদলি নেমে লাওতারো মার্তিনেস দুই মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন। তিন মিনিট পর আলমাদার পাস থেকে স্কোরলাইন ৩-০ করেন ৩৮ বছরের মেসি। আন্তর্জাতিক ফুটবলে ১৯৪ ম্যাচে তার গোল হলো ১১৪টি। এর মধ্যে ৩৮টি বিশ্বকাপ বাছাইয়ে। ৬১টি অ্যাসিস্টও করেছেন মেসি। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্ত হলো বিশ্ব চ্যাম্পিয়নদের।
বিভি/এসজি
মন্তব্য করুন: