মারাকানায় চিলির বিপক্ষে জিতলো আনচেলত্তির ব্রাজিল

ছবি: সংগৃহীত
আক্রমণভাগে ভিনিসিউস জুনিয়র, রদ্রিগোর মতো খেলোয়াড়দের অনপুস্থিতির কোনো প্রভাব পড়লো না ব্রাজিলের খেলায়। পুরোপুরি রক্ষণাত্মক ফুটবল খেলেও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ঠেকাতে পারেনি চিলি। গতিময় ফুটবলে কার্লো আনচেলত্তির দলের জয় ৩-০ ব্যবধানে।
রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে শুরু হয় দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল-চিলি ম্যাচটি। ঘরের মাঠে আক্রমণে খেলা শুরু করা ব্রাজিলের কাসেমিরো পঞ্চম মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠান। কিন্তু অফসাইডের জন্য মেলেনি গোল। গতিময় ফুটবলে চিলিকে চাপে রেখে ৩৮ মিনিটে এগিয়ে যায় আনচেলত্তির দল। গোললাইনের সামনে থেকে বাইসাইকেল কিকে জাল খুঁজে নেন চেলসির ১৮ বছরের ফরোয়ার্ড এস্তেভাও উইলিয়ান। ৭১ মিনিটে লুকাস পাকেতা বদলি নেমে কয়েক সেকেন্ডের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন। লুইস এইহিকের ক্রসে খুব কাছ থেকে হেডে জাল খুঁজে নেন ওয়েস্ট হামের এই মিডফিল্ডার। ৭৬তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ক্রুনো গিমারাইস। এই গোলেও আছে এইহিকের অবদান। চিলির গোলরক্ষক তার শট ঠেকানোর পর ছুটে গিয়ে ফিরতি বল জালে পাঠান নিউক্যাসেলের মিডফিল্ডার। ১৭ খেলায় ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠলো ব্রাজিল। শীর্ষে থাকা আর্জেন্টিনার কাছে পিছিয়ে তারা ১০ পয়েন্টে। ১০ দলের বাছাই পর্বে সবারই বাকি একটি করে ম্যাচ।
বিভি/এসজি
মন্তব্য করুন: