নেপালের রঙ্গশালা স্টেডিয়ামে আজ মাঠে নামছে জামাল ভুঁইয়ারা

ছবি: ফাইল ফটো
নেপালে দুটি ম্যাচই জিততে চায় বাংলাদেশ। ফিফা আর্ন্তজাতিক প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামছে জামাল ভুঁইয়ারা। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল পৌনে ছয়টায় শুরু হবে ম্যাচটি।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকং ম্যাচের আগে ভালো প্রস্তুতি নিতেই নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। কাঠমান্ডুতে প্রথম ম্যাচের আগে দু'দিন অনুশীলন করেছে জামাল ভূঁইয়ারা। ২৩ সদস্যের বাংলাদেশ দলে এবার নেই হামজা চৌধুরী-শমিত সোমদের মতো তারকা ফুটবলাররা। এই চ্যালেঞ্জটাকে সুযোগ হিসেবে দেখছেন কোচ কাবরেরা।
নেপালের বিপক্ষে সবশেষ দেখায় ৩-১ ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। এবার তাদের সামনে প্রতিশোধের সুযোগ। তবে কোচের কাছে ম্যাচ দুটিতে শিষ্যদের পরখ করে নেওয়াটাই গুরুত্বপূর্ণ। দশরথ স্টেডিয়ামে দুই দলের পরবর্তী ম্যাচটি হবে আগামী ৯ সেপ্টেম্বর।
বিভি/এমআর
মন্তব্য করুন: