ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, এটাই কী মেসির শেষ ম্যাচ?

লিওনেল মেসি।
দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে বুধবার মাঠে গড়াচ্ছে শেষ রাউন্ডের লড়াই। সব কিছু ঠিক থাকলে ইকুয়েডরের বিপক্ষে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দেবেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। ইকুয়েডরের মাঠে বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শুরু হবে ম্যাচটি।
মেসির ঘোষণা অনুযায়ী, আর্জেন্টিনার হয়ে দেশের মাটিতে শেষ ম্যাচটি গত সপ্তাহে খেলা হয়ে গেছে তার। বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের জয়ে ১০ দলের টেবিলে শীর্ষস্থান আরও শক্ত হয় বিশ্ব চ্যাম্পিয়নদের।
আগেই ২০২৬ বিশ্বকাপের টিকেট নিশ্চিত করা আর্জেন্টিনা এই জয়ে ১৭ খেলায় ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলকে ১০ পয়েন্ট দূরে রেখেছে। ঘরের মাঠে শেষ ম্যাচটি জোড়া গোলে রাঙ্গান ফুটবলের মহাতারকা। মেসির দুই গোলের মাঝে অন্য গোলটি করেন লাউতারো মার্তিনেস।
আগামী বিশ্বকাপটা আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বসবে। তার আগে দেশের মাটিতে আর্জেন্টিনা কোনো ম্যাচ খেলবে কিনা, তা এখনও চূড়ান্ত হয়নি। সেই বিবেচনায় ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিকেই দেশের মাটিতে নিজের শেষ ম্যাচ বলে দেন ৩৮ বছরের মেসি।
সেই হিসেবে বুধবার ইকুডরের বিপক্ষে মেসির খেলা না হলে 'ভেনেজুয়েলা' ম্যাচটি খোদ বিশ্বকাপ বাছাইয়ে তার শেষ ম্যাচ হিসেবে লেখা থাকবে। আগের ম্যাচে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়া ব্রাজিল শেষ রাউন্ডে খেলবে বলিভিয়ার বিপক্ষে। বলিভিয়ার মাঠে ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি।
বিভি/এজেড
মন্তব্য করুন: