এশিয়া কাপ ক্রিকেটে বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশের মিশন

ছবি: সংগৃহীত
এশিয়া কাপ ক্রিকেটে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) শুরু হচ্ছে বাংলাদেশের মিশন। জয় দিয়ে এশিয়া কাপ শুরুর প্রত্যাশা নিয়েই গ্রুপ বি’তে হংকং-এর মুখোমুখি হবে টাইগাররা। আবুধাবিতে রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে জিতলে সুপার ফোরের পথে এগিয়ে যাবে লিটন দাসের দল।
আকাশ ছোয়াঁ স্বপ্ন নিয়ে মরুর বুকে এশিয়া কাপে খেলতে গেছে টাইগাররা। টুর্নামেন্টের ওয়ানডে ফরম্যাটে দুবার ও টি-টোয়েন্টি ফরম্যাটে একবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। দু’বার ঘরের মাঠে ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের মাটিতেও শিরোপা নির্ধারণী মঞ্চে উঠেছিলো লাল-সবুজের দল। কিন্তু আবেগ-অনুভূতির এই টুর্নামেন্টে এখনো শিরোপা অধরা রয়ে গেছে তাদের। আগের ১৬ আসরের মধ্যে শিরোপা স্বাদ পেয়েছে তিন প্রতিবেশি, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তান। ১৭তম এশিয়া কাপের ট্রফিটা জিততে চায় লিটন দাসের দল।
শ্রীলঙ্কা-পাকিস্তানের পর নেদারল্যান্ডসকেও টি-টোয়েন্টি সিরিজে পরাস্ত করে আত্মবিশ্বাসে চাঙ্গা ফিল সিমন্সের শিষ্যদের। আবুধাবীতে বি গ্রুপে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপের চ্যালেঞ্জ শুরু হচ্ছে লিটন-জাকেরদের। গ্রুপের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হেরেছে হংকং। প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে সুপার ফোরের ফোরের পথে এগিয়ে যেতে চায় বাংলাদেশ।
বাংলাদেশের কাছে হারলে আট দলের টুর্নামেন্ট থেকে বাদ পড়বে হংকং। সুপার ফোরে যেতে টাইগারদের দরকার হবে আফগানিস্তান অথবা শ্রীলঙ্কার বিপক্ষে একটি জয়। তবে অদৃশ্য একটা জুজুর ভয় থাকছে বাংলাদেশের। আবুধাবির মাটিতে এখন পর্যন্ত কোনো জয় নেই টাইগারদের। আর হংকং দুর্বল প্রতিপক্ষ হলেও তাদের বিপক্ষে ঘরের মাঠে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে হেরেছিলো বাংলাদেশ। তাই এই ম্যাচে সর্তক থেকেই মাঠে নামবে লিটন দাসের দল।
বিভি/এআই
মন্তব্য করুন: