লিটনের পর শামীম-জাকেরের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ

স্কোর বোর্ডে কোনো রান যোগ না করেই পরপর দুই উইকেট হারিয়ে চাপের মুখে পড়া বাংলাদেশ দল ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ওয়ানডাউনে নামা লিটনের পর জাকের আলী ও শামীম পাটোয়ারীর ব্যাটে চ্যালেঞ্জিং সংগ্রহের দিকে যাচ্ছে টাইগাররা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১০০ রান তুলেছে বাংলাদেশ। শামীম পাটোয়ারী ২৮ ও জাকের আলী ২০ রানে ক্রিজে আছেন। এই জুটি থেকে এসেছে ৪৭ রান।
এর আগে শনিবার এশিয়া কাপে আবুধাবিতে টস হেরে ব্যাটিংয়ে নেমেই দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশ। জিতলেই সুপার ফোর নিশ্চিত এমন সমীকরণ সামনে নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে লিটন দাসের দল।
প্রথম ওভারের শেষ বলে এবং দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ফিরে যান দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন। তখনও স্কোরবোর্ডে যোগ হয়নি কোনো রান। দুই ওপেনারের মধ্যে তামিমকে বোল্ড করে ফেরান নুয়ান থুসারা এবং দুষ্মন্ত চামিরার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ইমন। তাওহীদ হৃদয়কে নিয়ে ১১ রানের জুটি গড়েন লিটন। ৯ বলে ৮ রান করে রান আউটের শিকার হয়ে ফেরেন হৃদয়।
লিটনের সাথে ২৭ রানের জুটি গড়ে দলীয় ৩৮ রানের মাথায় এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান মাহেদী হাসান (৯)। এরপর জাকের আলীর সাথে ১৫ রানের ছোট্ট জুটি গড়ে সাজঘরে ফেরেন লিটন। ২৬ বলে ২৮ রান করেন তিনি।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, দুশমান্থা চামিরা, মাথিশা পাথিরানা ও নুয়ান থুসারা।
বিভি/এজেড
মন্তব্য করুন: