এশিয়া কাপ ২০২৫
রাতে দুবাইয়ে মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান

টি-টোয়েন্টি ভার্সনের এশিয়া কাপ ক্রিকেটে আজ (রবিবার, ১৪ সেপ্টেম্বর) মুখোমুখি হতে চলেছে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। মাঠ ও মাঠের বাইরে চলছে দুই দলের কথার লড়াই। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ‘এ’ গ্রুপের ম্যাচটি।
এশিয়া কাপে গ্রুপ-এ অনেকটাই সহজ। চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান দুই দুর্বল দল ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এরই মধ্যে জয় নিয়ে মিশন শুরু করেছে।
ওমানকে ৯৩ রানে হারানোর পরেই পাকিস্তান দলের অধিনায়ক সালমান আগা বলেছেন, ভারতকে হারাতে প্রস্তুত তারা।
সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে ভারতও প্রথম ম্যাচে স্বাগতিক আরব আমিরাতকে উড়িয়ে দেয় ৯ উইকেটের জয়ে। সাম্প্রতিক পারফরমেন্সে পাকিস্তানের চেয়ে অনেকটাই এগিয়ে থাকা ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক অবশ্য প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে গোনায় ধরতেই নারাজ। মাঠের বাইরের ঘটনা মাথায় না নিয়ে খেলায় ফোকাস এশিয়া কাপে রেকর্ড আটবারের চ্যাম্পিয়নদের।
টুর্নামেন্টে দুই চির-প্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ অনেকটাই একপেশে। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরমেটে এ পর্যন্ত ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছে ১৯টি। যার ১০টিতে জয় ভারতের। দুইবারের এশিয়া কাপজয়ী পাকিস্তান বিজয়ের হাসি হেসেছে ছয়বার। পরিত্যক্ত হয়েছে তিনটি ম্যাচ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: