২০২২ সালের পর প্রথমবার পেনাল্টি মিস করলেন মেসি

২০২২ সালের পর প্রথমবার পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকার এই ব্যর্থতার রাতে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামি শার্লট এফসির কাছে ৩-০ গোলে হেরেছে। দলটির হয়ে হ্যাটট্রিক করেন ইদান তোক্লোমাতি।
বাংলাদেশ সময় শনিবার রাতে শার্লটের মাঠে ম্যাচের ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করার সুবর্ণ সুযোগ পান মেসি। কিন্তু, তার শট দারুণ সেভে রুখে দেন গোলরক্ষক ক্রিস্টিয়ান কাহলিনা।
এর আগে মায়ামির হয়ে তিনটি পেনাল্টিতেই গোল করেছিলেন ৩৮ বছরের আর্জেন্টাইন ফুটবল মহাতারকা। তার সর্বশেষ পেনাল্টি মিস ছিলো ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে পোল্যান্ডের বিপক্ষে। মেসির পেনাল্টি মিসের দুই মিনিটের মাথায় এগিয়ে যায় শার্লট। সতীর্থের ক্রস থেকে গোলটি করেন ইদান তোক্লোমাতি। দ্বিতীয়ার্ধে আরও জ্বলে ওঠেন ইসরাইয়েলের এই উইঙ্গার। ৪৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার পর ৮৪ মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন ২১ বছরের এই ফুটবলার।
৭৯ মিনিটে মায়ামি ডিফেন্ডার তোমাস আভিলেস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে তিন গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় মেসির দলকে। এই জয়ে ৩০ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সের শীর্ষ চারে নিজেদের অবস্থান আরও শক্ত করলো শার্লট। ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে মায়ামি পড়ে গেলো প্লে-অফ লাইনের ঠিক ওপরে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: