আজ শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল

৩৬ দল নিয়ে আজ শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল। প্রথম দিনেই মাঠে নামছে আসরের রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ ফরাসি ক্লাব অলিম্পিক মার্শেই। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।
স্প্যানিশ লা লিগায় টানা চতুর্থ জয়ে উড়ছে রিয়াল। এই ছন্দ নিয়ে ইউরোপ সেরার চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে জাভি আলোন্সোর দল। ইউরোপের ক্লাব ফুটবলে সবচেয়ে মর্যাদাপূর্ন এই আসর গত মৌসুমে ৩৬ দল নিয়ে নতুন আঙ্গিকে শুরু করে উয়েফা। আগের ফরমেটে রেকর্ড ১৫ বার শিরোপা জেতা রিয়াল গত আসরে ভালো কিছু করতে পারেনি। প্রথম রাউন্ডে পাঁচ জয় ও তিন হারে শীর্ষ আট দলের বাইরে একাদশ স্থান নিয়ে তাদের খেলতে হয় প্লে-অফ। সেখানে ম্যানচেস্টার সিটিকে দুই লেগে ৩-২ ও ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় লা লিগার ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদকে প্রতিপক্ষ পায় রিয়াল। নগর প্রতিদ্বন্দ্বীকে প্রথম লেগে ২-১ এ হারালেও দ্বিতীয় লেগ হারতে হয় ১-০ তে। এরপর আর্সেনালের কাছে কোয়ার্টার ফাইনালের দুই লেগ ৩-০ ও ২-১ এ হেরে বিদায় নেয় মাদ্রিদ জায়ান্টরা। মার্শেইও ফরাসি লিগ ওয়ানে লরেন্তকে ৪-০ তে হারিয়ে রিয়ালের মোকাবেলা করবে। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ হারানো দলটি চার ম্যাচের দুটি জিতে ও অন্য দুটি হেরে ১৮ দলের লিগ টেবিলে রয়েছে সপ্তম স্থানে।
বিভি/এসজি
মন্তব্য করুন: