• NEWS PORTAL

  • সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের সাথে ম্যাচের আগে দুঃসংবাদ পেল আফগানিস্তান!

প্রকাশিত: ২১:০৭, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বাংলাদেশের সাথে ম্যাচের আগে দুঃসংবাদ পেল আফগানিস্তান!

এশিয়া কাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে কাল মাঠে নামবে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে জিতলে এশিয়া কাপের শেষ চারে খেলার স্বপ্ন বেঁচে থাকবে বাংলাদেশের। এমন সমীকরণের ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তানের দুঃসংবাদ। চোটের কারণে মহাদেশীয় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন নাভিন-উল-হক।

কাঁধের চোট থেকে সেরে উঠতে না পারায় তার বদলি নিতে বাধ্য হয়েছে আফগানিস্তান। বদলি হিসেবে ডাক পেয়েছেন আব্দুল্লাহ আহমেদজাই।

আহমেদজাই জাতীয় দলের হয়ে একমাত্র টি-টোয়েন্টি খেলেছেন এ মাসেই। গত ৫ সেপ্টেম্বর ত্রিদেশীয় সিরিজে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অভিষেক হয় ২২ বছর বয়সী পেসারের।

আগামীকাল বাংলাদেশ আবুধাবিতে প্রতিপক্ষের ধাক্কা খাওয়ার সুযোগটা কাজে লাগাতে পারেনি কি না সেটাই এখন দেখার বিষয়।

বর্তমানে ২ ম্যাচ শেষে ২ পয়েন্টে তালিকায় তিনে আছে বাংলাদেশ। অন্যদিকে এক ম্যাচে এক জয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে রয়েছে আফগানিস্তান। এক ম্যাচে শ্রীলঙ্কার পয়েন্ট ২ হলেও রানরেটে এগিয়ে আফগানরা।

বিভি/এজেড

মন্তব্য করুন: