সমর্থন ভুলে কাল আবার শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ

একদিনের জন্য সব দ্বৈরথ ভুলে শ্রীলঙ্কার সমর্থক বনে গিয়েছিল বাংলাদেশ। সেই লঙ্কানরাই এবার এশিয়া কাপের সুপার ফোরে প্রথম বাধা টাইগারদের জন্য। শনিবার (২০ সেপ্টেম্বর) সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দু'দল।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আসেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলানা কানদাম্বি। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। তবে সুপার ফোরে লড়াইয়ে নামার আগে বাংলাদেশ দলকে বেশ সমীহ করছেন এই লঙ্কান কোচ।
থিলিনা কানদাম্বি বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে গত তিন–চার মাসেই চার–পাঁচটা ম্যাচ খেলেছি। আমরা তাদের শক্তি ও দুর্বলতা জানি। আমি নিশ্চিত, আমাদের ছেলেরা ভালো লড়াই করবে। তারা খুব ভালো দল। আশা করছি, আমাদের ছেলেরা তাদের বিপক্ষে পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারবে।’
তিনি আরও বলেন, ‘ক্রিকেটের কথা বললে, আমি মনে করি বাংলাদেশের বেশ ভালো একটি দল আছে এবং গত কয়েক মাস ধরে তারা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছে। তাই, আমাদের ছেলেরা তাদের খুব ভালোভাবে চেনে। আমরা তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানি এবং আমরা সেটারই সদ্ব্যবহার করার চেষ্টা করবো।’
বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের বেশ প্রশংসা করেন থিলানা। তিনি বলেন, ‘আমি এটাই বলেছিলাম। কারণ তারা গত ছয় মাস ধরে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলছে এবং আমরা তাদের শক্তি ও দুর্বলতাগুলোও জানি। আমাদের ছেলেরা যদি তাদের পরিকল্পনাগুলো ভালোভাবে কার্যকর করতে পারে, আমি মনে করি আমরা জিততে পারবো।’
বিভি/এজেড
মন্তব্য করুন: