• NEWS PORTAL

  • শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

ভারতের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচে ১৮৯ রানের টার্গেটে লড়ছে ওমান

প্রকাশিত: ২২:৫২, ১৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:৫২, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ভারতের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচে ১৮৯ রানের টার্গেটে লড়ছে ওমান

ভারতের সঙ্গে প্রথমবার খেলায় ওমাকে ১৮৯ রানের টার্গেট দিয়েছে সুরিয়াকুমার যাদবের দল। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮.৩০ এর আবুধাবিতে অনুষ্ঠিত এশিয়া কাপের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে ভারত। ৮ উইকেট হারিয়ে নির্দিষ্ট ওভারে ১৮৮ রান সংগ্রহ করে গিলরা। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেছে সানজু স্যামসন।

শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওমানের ব্যাটসম্যানরা কোনো উইকেট না হারিয়ে ৩ ওভারে সংগ্রহ করেছে ২১ রান।

ভারত একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, অর্শদীপ সিং, কুলদিপ যাদব।

ওমান একাদশ: যতিন্দর সিং (অধিনায়ক), আমির কলিম, হাম্মাদ মির্জা, বিনায়ক শুক্লা (উইকেটরক্ষক), শাহ ফয়সাল, মোহাম্মদ নাদিম, আরিয়ান বিষ্ট, জিকরিয়া ইসলাম, শাকিল আহমেদ, সময় শ্রীবাস্তব, জিতেন রামানন্দি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2