• NEWS PORTAL

  • রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডবের কাছে হার মানলো বাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৫, ২৫ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডবের কাছে হার মানলো বাংলাদেশ

ছবি: সংগৃহীত

অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডবের কাছে হার মানলো বাংলাদেশ। এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরে ভারতের কাছে টাইগারদের হার ৪১ রানে। সুপার ফোরে প্রথম দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে উঠে গেলো টিম ইন্ডিয়া। পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালে আজ মাঠে নামবে বাংলাদেশ। যে দল জিতবে, সে-ই যাবে ফাইনালে।  

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাইয়ে টস জিতে বোলিংয়ে নেমে শুরুর তিন ওভারে দুর্দান্ত বাংলাদেশ। তবে উইকেটের পেছনে অভিষেক শর্মার ক্যাচ ফেললেন পার্ট টাইম ক্যাপ্টেন জাকের আলী অনিক। বাংলাদেশকে যার খেসারত দিতে হয়েছে কড়ায় গন্ডায়। পাওয়ার প্লের ছয় ওভারে টিম ইন্ডিয়ার রান ৭২। নাসুমের এক ওভারেই উঠেছে ২১। এই জুটি ভেঙেছেন রিশাদ হোসেন। দ্রুত দুই উইকেট তুলে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর চেষ্টা। মুস্তাফিজের এক ওভারে জোড়া আঘাত। ৩৭ বলে পাঁচ ছক্কা ও ছয়টি চারে ৭৫ করে রান আউট অভিষেক। শেষ দিকে টাইগার বোলারদের কামব্যাকের চেষ্টা। ভারত থেমেছে ৬ উইকেটে ১৬৮ রানে।

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের নায়ক সাইফ হাসান জ্বলে উঠলেন এই ম্যাচেও। ভাগ্যও কিছুটা সঙ্গী ছিলো তার। চারবার তার ক্যাচ ফেলেছেন ভারতের ফিল্ডাররা। টানা দুই ম্যাচে সাইফের ফিফটি। ভাগ্য সহায় হলেও সাপোর্ট দেয়নি সতীর্থরা। এক প্রান্তে তার চার ছক্কার বাহার,  অন্য প্রান্তে সতীর্থদের সাঁজঘরে ফেরার তাড়া। শেষ পর্যন্ত তিনটি চারের সঙ্গে পাঁচটি ছক্কায় ৫১ বলে ৬৯ রান করে থামলেন সাইফ। বাংলাদেশ অলআউট ১২৭ রানে। ১৮ রানে তিন শিকার কুলদ্বীপ যাদবের। ৪১ রানের জয়ে ফাইনালে উঠলো ভারত। 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2