• NEWS PORTAL

  • রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

বিসিবি নির্বাচন: পরিচালক পদে মনোনয়নপত্র কিনলেন ৬০ প্রার্থী

প্রকাশিত: ২১:২৯, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিসিবি নির্বাচন: পরিচালক পদে মনোনয়নপত্র কিনলেন ৬০ প্রার্থী

বিসিবি নির্বাচনে তিন ক্যাটাগরির পরিচালক পদে মনোনয়ন পত্র কিনলেন ৬০ প্রার্থী। জাতীয় দলের নির্বাচক পদ থেকে পদত্যাগ করেছেন আব্দুর রাজ্জাক। পরিচালক পদে নির্বাচন করবেন তিনি। মনোনয়ন পত্র জমা দিতে হবে রবিবার। প্রার্থীরা জানান নির্বাচন নিয়ে কোন প্যানেল হয়নি। সবাই নিজেদের মতো করে ফরম সংগ্রহ করেছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিসিবি কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি শুরু করে নির্বাচন কমিশন। সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দাপ্তরিক কাজে সকাল থেকেই বিসিবিতে উপস্থিত ছিলেন বুলবুল। তবে স্বশরীরে আসেননি তামিম। প্রতিনিধি পাঠিয়ে সংগ্রহ করেন মনোনয়ন পত্র। পরিচালক পদে তিন ক্যাটাগরিতে ৬০জন মনোনয়ন পত্র কিনেছেন।

ক্যাটাগরি-১ এর জেলা ও বিভাগীয় পর্যায় থেকে ১০টি পরিচালক পদের জন্য ফর্ম তুলেছেন ২৫জন। এর মধ্যে ঢাকা বিভাগের দুইটি পদের বিপরিতে লড়বেন তিনজন। সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী চট্টগ্রাম বিভাগে। গায়ক আসিফ আকবরসহ পাঁচজন মনোনয়নপত্র তুলেছেন এই বিভাগ থেকে। বরিশাল বিভাগ থেকে একজনই মনোনয়নপত্র কেনায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে চলেছেন তিনি। যদিও বিসিবি নির্বাচন কমিশন সেই প্রার্থীর নাম প্রকাশ করেনি। 

ক্যকটগরি-১ এর খুলনা বিভাগ থেকে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। নির্বাচন অংশ নিতে আজ জাতীয় দলের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান তিনি।

সবচেয়ে বেশি লড়াই হওয়ার সম্ভাবনা ক্লাব কোটার ১২ পরিচালক পদে। সেখানে মনোনয়ন পত্র বিক্রি হয়েছে ৩২টি। চুড়ান্ত ভোটার তালিকার শেষ দিনে কাউন্সিলরশিপ ফিরে পেয়ে ফরম কিনেছেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

সাবেক ক্রিকেটার ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে গড়া ক্যাটাগরি-৩ থেকে পরিচালক আসবে একজন। সেই একটি পদের জন্য মনোনয়নপত্র তুলেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটসহ তিনজন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2