• NEWS PORTAL

  • রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

বিসিবির নির্বাচকের পদ ছেড়ে নির্বাচনের মনোনয়নপত্র নিলেন রাজ্জাক

প্রকাশিত: ২১:০০, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিসিবির নির্বাচকের পদ ছেড়ে নির্বাচনের মনোনয়নপত্র নিলেন রাজ্জাক

জাতীয় দলের নির্বাচকের পদ থেকে পদত্যাগ করার পরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক খেলোয়াড় আব্দুর রাজ্জাক।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিসিবি পরিচালকের পদের জন্য মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। 

খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন রাজ্জাক। রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। 

ইতোমধ্যে আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাসুদ পাইলট, ফারুক আহমেদ এবং তামিম ইকবালসহ বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার পরিচালক পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

এছাড়াও ক্লাব (ক্যাটাগরি-২) থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিসিবির সাবেক পরিচালক ইফতেখার রহমান মিঠু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (ক্যাটাগরি-৩) থেকে দেবব্রত পাল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (ক্যাটাগরি-৩) থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

১ অক্টোবর পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে এবং একই দিন দুপুর ২টায় চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

বহুল প্রত্যাশিত বিসিবি নির্বাচন আগামী ৬ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যা ৬টয় ফলাফল ঘোষণা করা হবে। পাশাপাশি সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2