লক্ষ্য ফাইনাল, টস জিতলো বাংলাদেশ, ব্যাটিংয়ে পাকিস্তান

জিতলেই এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত। এমন সমীকরণ সামনে থাকায় আজকের ম্যাচটির পাশে ‘সেমিফাইনাল’ শব্দটা বসিয়েই দেওয়া যায়। এই ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। তবে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন জাকের আলী।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
প্রথম দল হিসেবে ভারত উঠে গেছে চলতি আসরের ফাইনালে। এই ম্যাচে জয়ী দল ভারতের বিপক্ষে খেলবে ফাইনাল। টি-টোয়েন্টিতে দু’দলের সবশেষ ৫ দেখায় ৩টিতে পাকিস্তান ও ২ ম্যাচে জয় আছে বাংলাদেশের।
ভারতের বিপক্ষে ৪১ রানে হারের পর আজকের ম্যাচে টাইগার একাদশে তিন এসেছে পরিবর্তন। নাসুম আহমেদ, তানজিদ তামিম ও সাইফউদ্দিন বাদ পড়েছেন। একাদশে এসেছেন নুরুল হাসান, শেখ মাহেদী ও তাসকিন আহমেদ।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), নুরুল হাসান, রিশাদ হোসেন, মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: সাহেবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), হোসেন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।
বিভি/এজেড
মন্তব্য করুন: